আমাদের কথা খুঁজে নিন

   

চবিতে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে কমিটি

শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক খান তৌহিদ ওসমানকে প্রধান করে এ কমিটি করা হয়।
কমিটির সদস্য  ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল ওয়াহেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন,  তদন্ত শেষে আগামী ৩ জুন প্রতিবেদন দেয়া হবে।
কমিটির অন্য তিন সদস্য হলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক, বাংলা বিভাগের অধ্যাপক শিরিন আখতার ও সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক এসএম মনিরুল হাসান।
গত সোমবার রাতে সিএনজি অটোরিকশায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন হয়রানির শিকার হন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী মো. মাসুম ওরফে মুন রোজারিও জড়িত অভিযোগ করে তার স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা।
এ দাবিতে সকালেও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে এক সমাবেশ করে শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করে।


আন্দোলনরত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের সভাপতি উবা থৈয়াই মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপাচার্যের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করা হয়েছে।
এছাড়া সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বোনকে যোগ্যতা অনুসারে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয়া ছাড়াও তার পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য।
গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আহমদ ফজলু মাওলা শুভ ও আরেক এক শিশু নিহত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.