আমাদের কথা খুঁজে নিন

   

চবিতে সাংবাদিক লাঞ্ছিত

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে নগরীর উদ্দেশ্য ছাড়ার সময় এ ঘটনা ঘটে।
লাঞ্ছিত হেদায়েত উল্লাহ পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাটল ট্রেনের ‘অলওয়েজ’ বগির একটি আসনে তিনি বসলে ছাত্রলীগের কর্মীরা তাদের সদস্যদের ‘সংরক্ষিত’ আসন দাবি করে জোরপূর্বক তুলে দেয়।
এ সময় তিনি ছাত্রলীগ কর্মীদের শাটল ট্রেনে তাদের সংরক্ষিত আসন আছে কিনা জানতে চাইলে তারা তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়া হয়।
কিছুদিন আগে শাটল ট্রেনের কোনো আসন ‘দখল’ বা ‘সংরক্ষিত’ রাখার বিষয়ে নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানান পলাশ।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীগের সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত হোসাইন বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”
অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.