আমাদের কথা খুঁজে নিন

   

চবিতে চাঁদা না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাত

প্রতিবাদে সোমবার ক্যাম্পাসের ব্যক্তি মালিকানাধীন সব দোকানপাট বন্ধ রেখেছে দোকান মালিক সমিতি।
ছাত্রলীগকর্মী গত শনিবার রাতে একটি আবাসিক হলে দোকানদার জিয়াউর রহমানকে ছুরিকাঘাত করে।
আহত জিয়াউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে শনিবার রাতে শাহজালাল হলে ডেকে নিয়ে তার কাছে প্রতিমাসে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান মিনুসহ কয়েকজন।
তিনি রাজি না হওয়ায় তার মাথায় ছুরিকাঘাতে জখম করা হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেন।


তবে ছাত্রলীগকর্মীদের ভয়ে ওই দিন ঘটনাটি কাউকে বলেননি দাবি করেন জিয়াউর।
দোকান মালিক সমিতির সভাপতি সেকান্দার হোসেন বলেন, “চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীরা জিয়াউরকে জখম করেছে। এর বিচার চেয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি। ”
প্রশাসনের আশ্বাসে কয়েকটি দোকান দুপুরে খুলে দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িতদের শাস্তি না দেয়া পর্যন্ত অন্যান্য দোকানপাট বন্ধ রাখা হবে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

জড়িতদের শাস্তি দেয়া হবে বলে জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.