আমাদের কথা খুঁজে নিন

   

জীবন যেভাবে আনন্দময়



জীবন সবার কাছেইতো আনন্দময়। যদি আনন্দময় না হত তাহলেকি মানুষ বেচে থাকার জন্য এত কিছুকি করত? অবশ্যই জীবন আনন্দময়, আর জীবনে দূঃখ, কষ্ট, হতাশা থাকলেও প্রত্যেক মানুষেরই বেচে থাকারপ্রতি তিব্র লোভ কাজ করে। জবনের এত আনন্দ, জীবনের এত আকাংখা থাকা স্বত্তেও মানুষ তাহলে কেন আত্তহত্যা করে?.................................... আত্তহত্যাকারী মানুষকে আমরা সাধারণত দূবর্লচিত্তের মানুষ হিসেবেই চিহ্নিত করি। কিন্তু প্রকৃত ব্যাপার সম্পূর্ন ভিন্ন। আত্তহত্যা করার জন্য সাহসী চিত্তের দরকার হয়।

জীবনে বেচে থাকার জন্য সব ধরনের সংগ্রাম মোকাবেলা করার জন্য যতটুকু সাহসীচিত্তের দরকার তার চাইতেও বেশী সাহসী না হলে আত্তার হত্যা করা সম্ভব নয়। আমি বা আপনি তা আমরা কেহই বুঝব না। সুন্দর জীবন উপভোগ করার জন্য জীবনকে ভালবাসতে হবে। দূঃসাহসী মনটাকে সাহেসর গন্ডিতে আবদ্ধ করতে হবে। তবেই সৌন্দর্য ও আনন্দময় হবে আমাদের জীবন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.