আমাদের কথা খুঁজে নিন

   

বিলম্বে হলেও ২৬ বিদেশি নাগরিক মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি পেতে যাচ্ছেন

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানেন জন্য ২৬ বিদেশি নাগরিককে সম্মাননা দেবে সরকার। ইতিমধ্যে তাদের একটি তালিকা তৈরি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এই তালিকাতে ভারত,পাকিস্তান,ব্রিটেন,আমেরিকা,নেপাল,সোভিয়েত ইউনিয়নের যে সকল মহান ব্যক্তি আমাদের মুক্তি যুদ্ধে আমাদের পাশে থেকে আমাদের সমর্থন দিয়েছেন,আমাদের বিজয়ে অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দেয়া হবে। জাতি হিসাবে আমরা অকৃতজ্ঞ এটা পুরাতন অপবাদ,আশা করব হীন রাজনৈতিক দৃষ্টি এড়িয়ে সকলেই এর পাশে থাকবেন।যদি আপনার বিবেচনায় এই তালিকায় যোগ্য কেউ বাদ পরে তার নাম উল্লেখ করুন।হয়ত পরের তালিকাতে তাঁর নাম আসবে... *ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী *কনসার্ট ফর বাংলাদেশের শিল্পী জর্জ হ্যারিসন *প্রখ্যাত সেতারবাদক পন্ডিত রবিশংকর *জ়েনারেল জে এফ আর জেকব *যৌথ বাহিনীর কমান্ডার ইন চিফ লে. জেনারেল জগজিৎ সিং অরোরা *যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর এডওয়ার্ড কেনেডি *পাকিস্তানের সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আজগর খান *সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের তৎকালীন প্রধানমন্ত্রী আলেক্সি কসিগান *ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট *পাকিস্তানের কবি ও সাংবাদিক আহমেদ সালিম *নেপালের প্রেসিডেন্ট রামবরণ জাদব *ভারতের কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকর,সলীলে চৌধুরী, গোবন্দি হালদার *মুম্বাইয়ের তৎকালীন প্রথম সারির নায়িকা ওয়াহিদা রহমান *লন্ডনে ভারতের সাবেক হাইকমিশনার আপা পান্থ, *যুক্তরাষ্ট্রর রিচার্ড টেইলর *সাভিয়েত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা এডমিরাল জুয়েনকো আগামী সোমবার মন্ত্রিসভায় অনুমোদনের পর আনুষ্ঠনিকভাবে সংবর্ধনার কাজ শুরু করবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আজগর খান নেপালের প্রেসিডেন্ট রামবরণ জাদব জর্জ হেরিসন জে এফ আর জেকব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।