আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়া হামলায় বিলম্বে ইসরাইল-সৌদি হতাশ!

সিরিয়ায় হামলা চালাতে কংগ্রেসের অনুমতি পেয়ে দেরি হওয়ায় শুধু সিরিয়ার বিদ্রোহীরাই নয় মধ্যপ্রাচ্যে আমেরিকার দুই মিত্র দেশ ইসরাইল ও সৌদি আরবও হতাশ হয়েছে।

যখর আমেরিকা সিরিয়া হামলার জন্য দামামা বাজাচিছল তখন খুশি হয়েছিল সৌদি আরবসহ ইসরাইল। সঙ্গে কামনা করছিল যেন একই সাথে ইরানকে ধরা হয়। তাহলে এক ঢিলে দুটি পাখি মারার উপক্রম হবে। কিন্তু কংগ্রেসের অনুমতি পেতে দেরি হওয়ায় হতাশ এ দুটি দেশ।

সিরিয়াকে আক্রমণ করা থেকে সামরিকভাবে বিরত থাকায় ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার ব্যাপারে ওবামার নমনীয় মনোভাবের কারণে তেহরানের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণকে বাড়িয়ে দেবে। কর্মকর্তারা আরো জানিয়েছেন, ওয়াশিংটন সিরিয়ায় হামলা চালানোর ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগলে ইসরাইল একাই তেহরানে হামলা চালাবে।

সৌদি আররের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল বলেন, সিরিয়ায় আসাদের সহিংসতা মোকাবেলায় ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে’ উদ্যোগ নিতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.