আমাদের কথা খুঁজে নিন

   

শত্রুকে হটিয়ে দেবে রোবট সাপ

সত্য অনেক সময় মিথ্যার আরালে লুকিয়ে যায় তবে সেটা হয় ক্ষণিকের।

ইসরাইলের প্রতিরক্ষা গবেষকরা একটি রোবট সাপ উদ্ভাবন করেছেন। সাপটি যে কোনো ধরনের ফাটল দিয়ে প্রবেশ করতে পারে এবং যেখানে প্রবেশ করবে সেখানের সব দৃশ্য ভিডিও করে শব্দসহ কেন্দ্রে পাঠাতে সক্ষম। শুধু তাই নয়, কোনো ফাটল দিয়ে গোপনে প্রবেশ করে বিস্ফোরকও রেখে আসতে পারবে সে। ফলে কিছু বুঝে ওঠার আগেই পতন ঘটবে শত্রুর এবং প্রকাশ হয়ে পড়বে শত্রুর অবস্থান ও প্রস্তুতি।

জেরুজালেম পোস্টে ইসরাইলের চ্যানেল-২ এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশিত হয়েছে। ভিডিও ক্লিপে দেখা গেছে, ৬ ফুট লম্বা একটি রোবট সাপ ছদ্মবেশে পাথর ও গাছ বেয়ে উঠে যাচ্ছে। তার মাথায় রয়েছে একটি ফ্ল্যাট ক্যামো লেন্স। সাপটি প্রতিবন্ধকতা এড়াতে প্রয়োজনে লম্বালম্বিভাবেও চলতে পারে। এর রিমোট কন্ট্রোল থাকবে একজন সেনার হাতে, যিনি ব্যবহার করবেন ল্যাপটপ।

ওই ল্যাপটপ দিয়েই সাপটি নিয়ন্ত্রণ করা হবে এবং একই সঙ্গে দেখা যাবে সাপটি কী দেখছে আর কী শুনছে। তরপর নেয়া হবে শত্রুর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা। সাপটিকে আরও আধুনিক পর্যায়ে নিয়ে যেতে গবেষণা অব্যাহত রয়েছে। কোনো বদ্ধ ঘরে কী ঘটছে, না ঘটছে তা জানা একটা সময় আর কোনো ব্যাপারই না। দরজার ফুটো দিয়ে হয়তো কোনো দিন ঢুকে যাবে অতি সূক্ষ্ম কোনো রোবট সাপ।

সজ্জিত থাকবে ক্যামেরা দিয়ে। ফলে আপনি তাকে না দেখলেও সে ঠিকই আপনার কথাসহ কার্যকলাপ সম্প্রচার করবে তার নিয়ন্ত্রকের কাছে। কিছুই আর গোপন থাকবে না। সূত্রঃ View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।