আমাদের কথা খুঁজে নিন

   

একদিন সায়েন্টিফিক ক্যালকুলেটর কিনতে গিয়ে.........

অকাট মূর্খ যাকে বলে আমি তাই। সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা। পোড়া কপাল!!
নিজের জন্য না। ছোট ভাই ক্লাস নাইনে উঠেছে। তাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর কিনে দিতে হবে।

জানতাম স্টেডিয়াম মার্কেটে ভালো ক্যালকুলেটর পাওয়া যায়। তো কয়েকদিন আগে এক বিকেলে চলে গেলাম স্টেডিয়াম মার্কেটে। প্রথমে এক দোকানে ঢুকলাম...... দোকান ১ দোকানদারকে জিজ্ঞেস করলাম, "ভাই সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে"? দোকানদার জিজ্ঞেস করল "কত মডেলের"? আমি বললাম "570 MS"। দোকানদার বের করে দিল "CASIO 570 MS" মডেলের ক্যালকুলেটর। এক দাম ১০৫০ টাকা।

বললাম, "যাই আরেকটু দেখে আসি। এই দামে হলে আপনার কাছ থেকেই নেব। " দোকানদার রাগে গজগজ করলেও সরাসরি কিছু বললনা। দোকান ২ চাইতেই বের করে দিল কাঙ্খিত মডেলের ক্যালকুলেটর। অনেক দর কষাকষির পর ৫২০ টাকা চাইল শেষ মূল্য হিসেবে।

কিন্তু ক্যালকুলেটর দেখেই সন্দেহ হচ্ছিল এটা আসল না। তাই বললাম "এটা আসল মনে হচ্ছে না । এটা নেবনা। " হঠাৎ করে দোকানি জিজ্ঞেস করে বসল "আপনি আসল ক্যালকুলেটর চেনেন?" আমি বললাম "চিনি। " তখন সে ভিতর থেকে আসল একটা এনে দিল।

তখন বললাম "আগে নকল টা দেখালেন কেন?" সে বলল "ক্রেতারা ক্যালকুলেটর কিনতে এসে ৩০০ টাকা থেকে দাম শুরু করে। তাই আসলটা সবসময় বের করিনা। " সে আসলটার দাম চাইল ৯৫০ টাকা। একদাম। আমি বলমাম নেবনা।

সে বল কেন?আমি বললাম আপনার আগের একটা দোকানে চাইল ১০৫০ টা। আপনি চাইলেন ৯৫০ টাকা। দুইটা মাত্র দোকান ঘুরেই ১০০ টাকা কমে গেল। অন্য কোথাও গেলে আরো কমেও তো পেতে পারি। "এই জন্যেই তো আসল জিনিস আপনাদের দেখাই না"- দোকানি এবার রেগে গেল।

কিছু না বলে বের হয়ে গেলাম। দোকান ৩ এই দোকানে গিয়েই কাঙ্খিত মডেলের নাম বলে বললাম ১ নম্বর ক্যালকুলেটর দিবেন। সে আমাকে বের করে দিল নকল একটা। আমি তাকে জিজ্ঞেস করলাম "এটা কয় নম্বর ক্যালকুলেটর দিলেন?" দোকানি একটু মুচকি হেসে আসল একটা বের করে দিল। আমি জিজ্ঞেস করলাম "তাহলে আগে নকল দিলেন কেন?" সে বলল "আপনাকে টেস্ট করলাম আপনি আসলটা চেনেন কিনা।

" মেজাজটা এমন খারাপ হয়ে গেল। আগে শুনতাম ক্রেতা জিনিস যাচাই করে নেয়। এখন দেখি দোকানদাররাও ক্রেতাদের টেস্ট করে। আমি বললাম "এত বড় দোকান সাজিয়ে রেখে মানুষকে বোকা বানাবার তালে থাকেন সবসময়, এটা ঠিক না। আমি আসলটা চাইলাম, আপনি আসলটা দেখিয়ে বলতে পারতেন দাম একটু বেশি।

আমি চিনি বলে। যে না চেনে তার কাছ থেকে তো নকলটা দিয়ে আসলটার দাম রাখবেন। " দোকানি কিছু বললনা। দাম জিজ্ঞেস করতে বলল ৮৫০ টাকা। ৮০০ টাকায় তার কেনা।

আর আমি দেখলাম আরো ১০০ টাকা কমে গেছে। তার চেয়েও বড় কথা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে এই ব্যাটার দোকান থেকে আমি কিনবনা। অবশেষে কেনা অন্য একটা দোকান থেকে ৭৫০ টাকায় কিনে চলে আসলাম। ঘুরলে দাম আরো কমত। কিন্তু ওইসব ধান্দাবাজদের সাথে আর কথা বলতেও ইচ্ছা করছিলনা।

শেষে তবে ব্যাপার যেটা বুঝলাম তা হল, চায়না থেকে নিম্নমানের ক্যালকুলেটর এসে বাজার সয়লাব হয়ে গেছে। আর মানুষও কম দামে ক্যালকুলেটর পেয়ে খুশি। বিক্রিও ভাল। এজন্যেই দোকানদাররা আর আসল ক্যালকুলেটর আনেনা। আগের আনা যে কয়টা ছিল সেগুলো লুকিয়ে রাখে।

কেউ আসলটা চাইলে গলা কাটা দামে বিক্রি করে। এইরকম নিম্ন মানের জিনিস আসছে, সেটা ভালো না খারাপ চিন্তা করতে করতে হাটতে থাকলাম। কোন উত্তর না পেয়েই বাসে উঠে পড়লাম। অত্যন্ত দুঃখের বিষয় আজও আমি উত্তরটা পাইনি। তবে ভবিষ্যতে কেউ কিনতে গেলে সাবধান!!! আগে থেকেই ঝগড়ার প্রস্তুতি নিয়ে যাবেন কিন্তু!
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.