আমাদের কথা খুঁজে নিন

   

জীবন কয়েদী

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

জীবন কয়েদী জীবন সেতো এক কারানগর ক’দিনের এক কয়েদী এ সত্ত্বা শৃঙ্খলে বাঁধা সময়ের হস্তপদ হা হুতাশে নিমজ্জমান সর্বদিশা মোহ মায়া গড়া ইন্দ্রজালে কখনো ক্ষুদ্‌পিপাসায় কাতর দেহমন রোগঘোরে কিংবা শোকতাপে রং জ্বলা বিবর্ণ ক্যানভাস নরক অনলে জ্বলে জৈবসুখ ন্যুব্জ মৃয়মান কালিক অস্তিত্ত্ব কখনো বা সুখের এক চিলতে হাসি গুলফাম আর মেশ্‌কের সুরভী নেশাতুর মাতাল হাওয়ায় ফুল হয়ে ফোটে অনুভবে খুশির আবহে ভরে নশ্বর নগর-মন কখনো বা ভালোবাসার দোলা দোলে মৃদু চিরলা হাওয়ায় বনবীথির সবুজাভ আঁচলে মনের গহনে গুল বাগিচায় চপলা পদধ্বনিতে আসে বসন্ত কখনো বা পরিণয় সুতার বাঁধনে সাংসারিকতার চৌহদ্দী ঘিরে সন্তান সন্ততিতে ভরা গৃহাঙ্গন চিত্ত বাঁধা বিত্তের সমাহারে মায়া মরিচিকার আলিঙ্গন আমিত্ত্বের অহমিকা বাড়ে কভু অর্থহীন “আমি”কে নিয়ে সবকিছু নিজ অধিকারে নিতে কারাবদ্ধ দু’দিনের খেলাঘরে কুরুক্ষেত্র রচে মন আনমনে সবই যেনো শৃঙ্খলময় নিগড়ে সত্ত্বা যেনো অকর্মন্য দাস স্বাধীনতা এখানে কথা সর্বস্ব চলতে থাকে দিবা রাত্রির কারাভান বোধনের ঝুলি পূর্ণ হয় ধীরে অনুধাবনের শত সহস্র গল্পে জীবন সেতো এক কারানগর ক’দিনের এক কয়েদী এ সত্ত্বা অবমুক্ত করে দেবে যাকে কোন এক ক্ষনে অন্তিম নিশ্বাস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.