আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিণ ইউরোপে ঝড়ে নিহত কমপক্ষে ৫০

www.nationalnews.com.bd

দক্ষিণ ইউরোপে ঝড়ে কমপক্ষে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পর্তুগাল, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম ও জার্মানির কয়েকটি এলাকা এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। পানিতে ডুবে, বিভিন্ন বিল্ডিংয়ে আঘাত খেয়ে ও পড়ন্ত গাছের চাপায় ফ্রান্সেই মারা গেছে ৪৫ জন; নিখোঁজ রয়েছে কমপক্ষে ১২ জন ও আহত হয়েছে ৫৯ জন। ১৪০ কিলোমিটার বা ৮৭ মাইল বেগে আঘাত করা এ ঝড় পর্তুগাল থেকে শুরু হয়ে বিস্কে উপসাগর দিয়ে ফ্রান্স হয়ে জার্মানির কিছু অংশের ওপর দিয়ে উত্তর-পূর্ব দিকে বয়ে যায় এতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফ্রান্সের ভেন্ডি ও কারেন্টি-মেরিটিম এলাকায়।

দিশেহারা মানুষ এ সময় ছাদে গিয়ে অবস্থান নেয়। পুলিশ হেলিকপ্টার নিয়ে উদ্ধার কাজে নেমেছে। তারা দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফ্রান্সের এক লাখেরও বেশি বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং আজ ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন বলে জানিয়েছেন জার্মানির ব্লাক ফরেস্ট এলাকায় গাছ ভেঙে একটি গাড়ির ওপর পড়লে একজনের মৃত্যু ঘটে ও তার স্ত্রী আহত হয় ঝড়ের কারণে ফ্রান্সের চার্লস ডি গল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবার জন্য প্রস্তুত ১ শ'টি ফ্লাইট বাতিল করা হয়েছে। প্যারিসের আইফেল টাওয়ার অতিক্রম করার সময় এ ঝড়ের গতিবেগ বেড়ে দাঁড়ায় ঘন্টায় ১৭৫ কিলোমিটার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ, বিশেষ করে লা পালমা, গ্রান ক্যানারিয়া ও টেনেরিফ এ ঝড়ে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

অবশ্য তাদের ক্ষতির পরিমাণ তেমন বেশি নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.