আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিণ বঙ্গের টানে

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না .. বেড়িয়ে পড়ছি কজন সুহৃদ মিলে দক্ষিণ বঙ্গ ভ্রমণে । যদিও সুন্দরবন টা দেখা হচ্ছে না । তারপরেও করমজলের স্পর্শে সুন্দরবনকে ছুঁয়ে দেখার চেষ্টা চলবে। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ,সুফি সাধক খান জাহান আলীর মাজার আর সমুদ্র কন্যা কুয়াকাটা যেন আমাদেরই অপেক্ষায় প্রহর গুনছে । শীতের তীব্রতায় কিছুটা শঙ্কিত তো বটেই ।

তবু রুক্ষ সুক্ষতার শীত প্রকৃতিকে কি রঙে রাঙ্গায় তা না দেখাটাও বোকামি বইকি । আসলে এই ক্ষয়িঞ্চু আয়ুর জীবনে বৈচিত্র্যময় পৃথিবীর কিয়দাংশই আমাদের দেখা হয় । অনার্স ফাইনাল এক্সাম শেষে তাই বেরিয়ে পড়ছি কজন মিলে । আশা করি এক রোমাঞ্চকর ভ্রমণের..। এই উদ্যম, এই স্পৃহা যেনো নতুন জীবনের শুরু ! এভাবে বারবার জন্ম নিতে কার না ভালো লাগে।

দক্ষিণ বঙ্গের গাছ,লতাপাতা,সমুদ্র, নদীর রূপ, ঘ্রাণ পরখে তাই বেরিয়ে পরলাম ভ্রমণের পিপাসা মেটাতে । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.