আমাদের কথা খুঁজে নিন

   

ও আমার দেশের মাটি

মিজান রহমান শ্রেষ্ঠ

আমার গ্রামের বাড়ী ভোলার চরফ্যাশনে। আমার শিশুকাল, শৈশবকাল কেটেছে ওখানে। চরফ্যাশন কলেজে যখন পড়ি তখন পুরো চরফ্যাশনটা ঘুরে দেখার সখ হলো। ইচ্ছেমতো ঘুরে বেড়ালাম (চষে বেড়ালাম) চরফ্যাশনের বিভিন্ন যায়গা। যখন যেখানে মন চাইতো তিন চার বন্ধু মিলে চলে যেতাম।

কলেজ হোস্টেলে থাকতাম তাই ছিলাম মুক্ত বিহঙ্গ। বাধা দেয়ার কেউ ছিলনা। নৌকায় করে ঢালচর, পাতিলা, মনপুরা আর গাড়ীতে করে যখন যেখানে খুশি ঘুরেছি। ঘুরে বেড়ানোর সখ আজো মেটেনি আমার। এখনো যখন যেখানে মন চায় ছুটে বেড়াই।

বাংলাদেশের অধিকাংশ দর্শনীয় স্থান দেখা হয়েছে। তাছাড়া দেশের অধিকাংশ জেলা ভ্রমন করেছি। ইন্ডিয়ার দিঘা শান্তিনিকতন কলকাতায় ১মাস বাসা ভাড়া করে ঘুরে বেড়িয়েছি। দার্জিলিং তাজমহল ঘুরেছি। নেপালের কাটমুন্ডু, পোখারা কাকরভিটা ঘুরেছি।

ইংল্যান্ডের বিভন্ন দর্শনীয় স্থান দেখেছি। কিন্তু আমার চরফ্যাশন আজ ও আমার কাছে রানী হয়ে আছে। কারণ তার রূপ তাকে দেখার স্বাদ আমি কোথাও খুজে পাইনি। ভোলার চর ফ্যশন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.