আমাদের কথা খুঁজে নিন

   

চিলিতে ৮.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৭৮, সুনামির সতর্কতা



ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮.৮। এ পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির প্রেসিডেন্ট মৃতের এই সংখ্যা স্বীকার করে বলেছেন, এটা আরও অনেক বাড়তে পারে। এই ভূমিকম্পের পরপরই চিলি, পেরু ও ইকুয়েডরে সুনামির সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র।

পরে সতর্কতার আওতায় আনা হয় কলোম্বিয়া, অ্যান্টারটিকা, পানামা ও কোস্টারিকাকে। জাপানের আবহাওয়া দপ্তর অবশ্য প্রশান্ত মহাসাগরীয় এলাকা জুড়ে সুনামির সতর্কতা জারি করেছে। বিবিসি জানায়, বাংলাদেশ সময় আজ শনিবার বেলা ১২টা ৩৪ মিনিটের দিকে চিলির উত্তর পূর্বাঞ্চলীয় শহর কনসেপশনে আঘাত হানে ভূমিকম্প। এ সময় ওই শহর থেকে ৩১৭ কিলোমিটার দূরে রাজধানী সান্তিয়াগোর বাড়িঘর ১০-৩০ সেকেন্ড পর্যন্ত কাঁপতে থাকে। এর পরপরই রাজধানীর বিদ্যুত্ ও যোগযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।

মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগ জানায়, এই মাত্রার ভূমিকম্প থেকে বিধ্বংসী সুনামির জন্ম হতে পারে। চিলির সরকারি কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের উত্পত্তিস্থলের আশপাশের এলাকার খুব কম খবর পাওয়া যাচ্ছে। তাঁরা সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করেছেন। তেমুকো শহরের এক বাসিন্দা স্থানীয় এক টিভি চ্যানেলকে বলেছেন, ‘এরকম অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম। মনে হলো, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে।

’ এর আগে হাইতিতে যে ভূমিকম্প হয়েছিল রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭। এই ঘটনায় প্রাণ হারিয়েছে দুই লাখ মানুষ। আর চিলির ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৮.৮। ফলে ধ্বংসযজ্ঞ আরও ব্যাপক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে বিশ্বের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প হয়েছিল চিলিতেই, ১৯৬০ সালে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.