আমাদের কথা খুঁজে নিন

   

চিলিতে ভূমিকম্প – গোটা অঞ্চলে সুনামির আশঙ্কা

www.nationalnews.com.bd

চিলির ভয়াবহ ভূমিকম্পের পর প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা ক্রমশঃ স্পষ্ট হয়ে উঠছে ৷ প্রশান্ত মহাসাগর অঞ্চলে সুনামির আশঙ্কায় প্রহর গুনছে অসংখ্য দেশ চিলির মূল ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৩২৫ কিলোমিটার দূরে৷ স্থানীয় সময় ভোর ৩টা বেজে ৩৪ মিনিটে প্রথম কম্পন অনুভব করা যায় ৷ সপ্তাহান্তের শুরুতে অনেকেই তখন নাইট ক্লাবে আনন্দে মেতে ছিলেন৷ বাকিরা ঘুমন্ত অবস্থায় কম্পন টের পান ৷ তারপর দ্বিতীয় কম্পন ঘটে, রিশটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৯ আরও কিছু বিচ্ছিন্ন কম্পনের খবর পাওয়া যাচ্ছে৷ ফলে সরকার ও প্রশাসন আরও বেশী প্রাণহানির আশঙ্কা করছে৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূরে কনসেপসিয়ন শহরে ১৫ তলার একটি বাড়ি ভেঙে পড়েছে৷ রাস্তাঘাটে ফাটল দেখা দিয়েছে৷ ঐ শহরের জনসংখ্যা প্রায় ৬৭০,০০০ ৷ অরাজকতার সুযোগ নিয়ে শহরে কিছু মানুষ লুটপাট চালাচ্ছে৷ ঐ এলাকায় বেশ কয়েকটি তামার খনি রয়েছে৷ উল্লেখ্য, চিলি বিশ্বের সবচেয়ে বেশী তামা উৎপাদন করা হয়৷ স্থানীয় টেলিভিশনের পর্দায় চিলির রাজধানী সান্তিয়াগোতে ক্ষয়ক্ষতির ছবি দেখানো হচ্ছে৷ বেশ কিছু ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে ৷


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.