আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতির আলো বাঙলার তিথি

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

প্রকৃতির আলো বাঙলার তিথি শরীফ এ. কাফী (কয়েকদিন আগে ১৬ ফেব্রুয়ারী ২০১০ তরুন কবি সুমনা মেহেরুন আত্মহত্যা করেছেন। সতর্ক না হলে আরো যারা সম্ভাব্য ক্ষেত্রে সুমনা মেহেরুনের পরিণতি ভোগ করতে পারেন তাদের উদ্দেশ্যে) আলোর অভিযান ছিল আমাবশ্যার শুন্য বুক জুড়ে আদিম পিতার মত গুহার গায়ে চকমকি পাথর ঘষে পূর্ণতার পূর্ণিমা বাঁধবে। সব অন্ধকার আলোতে যায় না অন্ধকারে কীট থাকে আলো জানতো কি না জানি না অন্ধকারে আলোক বিবর্জিত কীট শৃঙ্গারে বিবর্ণ আলো ঘরে ফিরে এসেছিল নিজে নিজে কেউ কোন প্রশ্ন করে নি। প্রত্যাশা আলো আলো হয়ে অন্যদের আলোকিত করবে। তিথি বাংলা সংস্কৃতির অন্যতম উপাদান বারো মাসে তের পূঁজায় বিয়ে, পার্বনে তিথির হিসেব কষতে হয় আট-ঘাট বেধে সঠিক ভাবে কিন্তু আজকাল তিথির হিসাবে গরমিল দেশ জুড়ে তিথি, সব খানে তিথি আস্তে আস্তে হিসেবের ভুলে ভুলে তিথি নিজেই অমঙ্গলের প্রান্ত সীমায় হিসেব কষে মঙ্গল করবে কে? সারা দেশে হাহাকার রব তিথি এখন কাকের কর্কশ স্বরে কা-আ, কা-আ আবৃত্তি করছে দেশ জাতি জনতার অমঙ্গল সমাসন্ন আমাদের মঙ্গল কর্ম সম্পাদনের জন্য তিথি কোথায় পাবো আমরা?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।