আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমিকের কথা শুনে

সহজ সরল সবকিছুই ভালবাসি। জটিলতা পছন্দ করি না।
প্রেমিকের কথা শুনে আড়ষ্ট আনমনে প্রেমিকা তুলল চিবুক; ''জানি আমাদের জীবন মৃত্যুরও আগে ছুটে চলে যদিও সময় তবুও কি স্বপ্নের শিশির জ্যোস্নায় ঝরে পড়ে- শেষ হয়' বসন্তের দিন শেষ হয় জীবনের মধুর আঘাতে''; এই বলে প্রেমিক তার প্রমিকার হাত রাখল হাতে। প্রেমিকার মনে হলোঃ এই দিন যদি আবার আসতো ফিরে এইসব মানুষের মাঝে নয়- মানুষের স্বপ্নের ভীড়ে, আহা!- মনে হয় সেইদিনও হৃদয়ে এই প্রেম লেগে র'বে সবটুক! দূরে এক সান্ধ্য কাক সময়কে পুঁজি করে ফিরছে একাকী, বিকেলের ধুসর আলোও ক্রমশঃ হচ্ছে মলিন পলাশের বনে। ''পৃথিবী মনুষ্য গল্প- প্রেম- ভালোবাসা- মায়া- কুহকী মুছে যায় নিভৃত নিরব সময়ের চোরা স্রোতের টানে- তেমনি আমাদের ভালোবাসাও ফুরাবে একদিন। ফুরাবে কি?'' এই বলে প্রশ্নের চোখে চেয়ে থাকে প্রেমিকের পানে। এগারো বছর আগে লেখা। তখন জীবনবাবুর প্রেমে হাবুডুবু
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।