আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা - প্রিয়কে আঁকার অভিপ্রায়ে উপলব্ধির ক্যানভাসে

কোন রকমে টিকে থাকা শেষ, বেঁচে থাকার শুরু....
অসীম শূণ্যতা রাতের আঁধারে নির্লজ্জ্য মন সাদা রেখা টানে ভেসে উঠে চাঁদ, তারা খেলে যায় বিক্ষিপ্ত সত্তা। ভাবলেই ঝরতে চায় একপাক্ষিক সময়হীনতা উল্কার মত বিলীন হতে যায় মাঝে পিন্ড হয়ে ঝলে উঠে সাদা আলোয় কেঁপে উঠে আর চিৎকারে প্রকাশ ঘটায়। ভেংগে যায় রাতের মঞ্চ, এলোমেলো সাদা রেখা ধূমকেতুর মতন দিক বেদিক ছুটতে থাকে, প্রিয়কে আঁকার অভিপ্রায়ে উপলব্ধির ক্যানভাসে। স্পষ্ট থেকে স্পষ্ট, নিখুঁত থেকে নিখুঁত, ক্রমাগত ফুটে উঠা জীবন্ত প্রিয়। হাতছানি দিয়ে জানান দেয় বিক্ষিপ্ত সত্ত্বার অবস্থান চমকে ফেটে পরে সব, সময় নিমিষে ব্যস্তভাবে পালাতে থাকে প্রচন্ড নিস্তব্ধতার মাঝে বিক্ষিপ্ত সত্ত্বা কান চেপে রুখতে চায় তার সৃষ্টির ধংস যজ্ঞ, পারে না বরং ছেয়ে যায় ব্যর্থতায়, আর রূপান্তরিত হয় রাতের শূণ্যতায়। (বি: দ্র: বানান ভুল করাটা ঠিক না। অজ্ঞতার জন্য বানান ভুল হতে পারে। তাই বানান ভুল ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো। ঠিক করে নিবো। ধন্যবাদ)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.