আমাদের কথা খুঁজে নিন

   

দেশের শিক্ষাব্যবস্থা



ফেব্রুয়ারী মাসে আমার আজ এই বিষয় নিয়ে লিখতে তেমন ভাল লাগছে না। যদিও মনে হচ্ছে লেখা উচিত। আমাদের দেশে স্নাতক ডিগ্রীধারী মানুষের অভাব নাই। ডাক্তার, ইঞ্জিনীয়ার এর ও অভাব নাই। কিন্তু যেটির অভাব, তা হল কাজ জানা মানুষের ।

এই দেশের শিক্ষাব্যবস্থা এর জন্য দায়ী। ব্যবহারিক শিক্ষা এর অভাব এই দেশে প্রকট। একজন গ্রাজুয়েট যখন পাস করে চাকরির বাজারে প্রবেশ করে, তখন দেখে তার এত দিনের শিক্ষা তেমন কাজে লাগছে না। বরং বাস্তব বিষয় অনেক বেশি আলাদা। কেউ কেউ আমার কথা হয়ত মানবেন না।

আপনারা দেখবেন, দেশে কোন বড় কিছু করতে গেলেই বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসতে হয়। অথচ এ দেশেও কিন্তু মেধাবী মানুষের অভাব নাই। কিন্তু সু্যোগের অভাবে বিকশিত হতে পারে নাই। দেশে জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তর এর কথা প্রায়ই শুনি। কিন্তু কাজ এ দেখি না।

একটা মজার কথা কি জানেন, আমেরিকা এর মত বড় বড় দেশে কিন্তু এত মানুষ গ্রাজুয়েট না। তবে তারা বিদ্যালয় শিক্ষা শেষ করে বিভিন্ন বিষয় এ ট্রেনিং নেয়। বাস্তব জীবনে কাজে লাগে এমন ট্রেনিং নিয়ে এ তারা চাকরির বাজারে প্রবেশ করে। আমার লেখা দেখে ভাবছেন হয়ত, আমি আমাদের দেশের মানুষের স্নাতক ডিগ্রী নেয়ার বিরুদ্ধে বলছি। না, আমি বলছি, ডিগ্রী এর দরকার আছে, কিন্তু, দেশে আরোও ব্যবহারিক শিক্ষা এর সুযোগ এর দরকার।

যেন বাইরে থেকে আর বিশেষজ্ঞ নিয়ে আসতে না হয়। প্রশ্ন করতে পারেন, এর জন্য ফান্ড এর দরকার। এটা কিভাবে আসবে। আমি আমার পরের পোস্টে লিখব এ নিয়ে। ভাল থাকুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.