আমাদের কথা খুঁজে নিন

   

ত্বকের সমস্যা

আমি একজন সাধারন মানুষ। তাই সব সময় সাধারন ভাবে চলা ফেরা করতে পচ্ছন্দ করি। এবং আশা করি মানুষ আমার ব্লগ দেখে তার শাররিক সমস্যাগুলোকে সমাধারন করতে পারবে।

সমস্যা: আমার বয়স ১৮ বছর। উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি।

আমার ওজন প্রায় ৬৭ কেজি। আমার দুটো সমস্যা আছে। প্রথম সমস্যা হলো—আমার বগলের ভাঁজে, কোমরে সাদা সাদা ফাটা দাগ আছে। এগুলো গাছের শেকড়ের মতো ছড়িয়ে আছে। দেখতে খুব খারাপ লাগে।

আরেকটি সমস্যা হলো—আমার গলা, ঘাড় ও দুই বগলের ভাঁজ শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশি কালো। এ সমস্যাগুলোর জন্য আমাকে সব সময় শার্ট পরে থাকতে হয়। নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক পরামর্শ: আপনার বগলের ভাঁজে ও কোমরে যে ফাটা দাগের সৃষ্টি হয়েছে, এটাকে ইলাসটেরিয়া ডিসটেনসিয়া বলা হয়। সাধারণত সন্তান হওয়ার পর মেয়েদের পেটে এ রকম হতে পারে। আর ছেলেমেয়েদের বাড়ন্ত বয়সেও এটি হতে দেখা যায়।

এ ছাড়া হরমোনজনিত কারণেও হতে পারে। আক্রান্ত স্থানে ত্বকের কোলাজেন কমে যাওয়ায় সাধারণত এ রকম হয়। ভাসকুলার লেসার লাগানোর জন্য টেরিটিনয়েন ক্রিম ব্যবহার করলে কিছুটা উপকার পাওয়া যায়। আপনার বিশেষ কিছু স্থানে শরীরের রঙের তুলনায় বেশি কালো, যাকে একানথসিস নাইগ্রা বলা হয়। এটা বংশগতভাবেও হতে পারে আবার মোটা হওয়ার কারণে, ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অথবা কোনো কারণ ছাড়াও এটা হতে পারে।

উল্লিখিত যেকোনো কারণ যদি থাকে, তার চিকিত্সা আগে নিন। পরামর্শ দিয়েছেন সৈয়দ আফজালুল করিম চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ২০, ২০১০

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।