আমাদের কথা খুঁজে নিন

   

শুনে দেখতে পারেন (যারা metal, rock ঘরানার গান শুনে অভ্যস্ত নন)



আমার এক বন্ধু একবার বলেছিল, "কেন বাবা-মা এযুগীয় গানগুলো একেবারেই সহ্য করতে পারেননা তা গতরাতে বুঝলাম। বড় ভাইয়ের মেস এ ছিলাম। উনি গানপাগল মানুষ। রাতে যখন ঘুমানোর জন্য চোখ বন্ধ করেছি উনি তখন কিছু ঠান্ডা ধরণের গজল play করলেন। সারারাত গান চললো এবং আমি সারারাত ঘুমাতে পারলাম না!" আসলে গানের রুচি তৈরি হয় মূলত শুনতে শুনতে।

অভ্যস্ততা গান ভালোলাগার ক্ষেত্রে একটা বড় ব্যাপার। সুতরাং যারা তুলনামূলক ধীরলয়ের গান শুনে অভ্যস্ত তাদের জন্য metal, rock ঘরানার গান বড় ধরণের যন্ত্রনার ব্যাপার হওয়াটাই স্বাভাবিক। একেক ধরণের গানের একেক ধরণের সৌন্দর্য। যেসব metal, rock এ অনভ্যস্ত শ্রোতারা typed হয়ে না থেকে এই দ্রুত লয়, বেশি আওয়াজের গানগুলোও উপভোগ করতে চান তাদের জন্য কিছু গানের নাম দিচ্ছি। Beginner হিসেবে শোনার জন্য এ গানগুলো আমার কাছে বেশ উপযুক্ত বলে মনে হয়।

আমি নিজে খুব বেশি গান শুনিনি। যতটুকু শুনেছি তারও একটা বড় অংশ বাদ পড়ার কথা। তাই তালিকাটা খুব ভালো হয়নি হয়ত। কোনো ক্রমানুসারে সাজাইনি। একেবারেই random. বাংলা: ১ শেষ ঠিকানা- মাইলস ২ বসে আছি- ওয়ারফেইজ ৩ চাইতে পারো- অর্থহীন ৪ ব্লুজ এন্ড রোদ- ব্ল্যাক ৫ ভুলজন্ম- আর্টসেল ৬ New Day- নেমেসিস ৭ অবিনয়- আইকনস ৮ উত্তরাধিকার- আরবো ভাইরাস ৯ ভবঘুরে- ক্রিপটিক ফেইট ১০ বর্ষা- শিরোনামহীন ১১ পৃথিবী- মহিনের ঘোড়াগুলি English: 1 Unforgiven2- Metallica 2 Fear of the Dark- Iron Maiden 3 Numb- Linkin Park 4 November Rain- Guns N' Roses 5 Boulevard of Broken Dreams- Green Day 6 Stairway to Heaven- Led Zeppelin 7 Hotel California- Eagles 8 Another Day- Dream Theater 9 It's My Life- Bon Jovi 10 Summer of 69- Brayan Adams 11 One Last Breath- Creed 12 Another Brick in the Wall- Pink Floyd 13 Carnival of Rust- Poets of Fall 14 Nymphetamine- Cradle of Filth 15 Everytime I Die- Children of Bodom 16 With or Without You- U2 17 Californication- Red Hot Chili Peppers 18 Take a Look Around- Limp Bizkit 19 Love Bites- Def Leppard 20 Wind of Change- Scorpions আপনারাও কিছু গান suggest করুন।

তাতে তালিকাটা আরো ভালো হবে। [ফেব্রুয়ারি, ২০১০]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।