আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রনেতা কেমন হয় এবং একটি প্রস্তাবনা

আমার হলো শুরু

আমি মোটেও ছাত্র রাজনীতির বিরোধী নই। সুস্থ্য ছাত্র রাজনীতি বলতে যা বোঝায় তাকি এখন বিরাজমান? আমাদের এই সময়ের যে ছাত্র রাজনীতি চলছে তা অবশ্যই কোন ক্রমেই ছাত্ররাজনীতি নয়। এর কি কোন সমাধান নেই? অবশ্যই আছে। তা আমাদেরকেই খুঁজে বের করতে হবে। ছাত্র রাজনীতি অবশ্যই তাদের নিজেদের সমস্যা সমাধানের রাজনীতি করবে।

চাপিয়ে দেওয়া কোন "সিস্টেম" বাস্তবায়ন করবে না। তবে এরা যেন কোন অপ-রাজনীতি করতে না পারে সে বিষয়ে অবশ্যই মনিটর করবে (বিশ্ববিদ্যালয় অথবা কলেজ) প্রশাসন। এবং কঠোর হস্তে এই ব্যবস্থা বাস্তবায়ন করবে। আমাদের ইতিহাস বলে (৫২,৭১,৯০) আমাদের ছাত্রদেরকেই দেখেছি আমাদের জাতীয় ইস্যুগুলোয় কিভাবে নেতৃত্ব দিতে বা সমস্যা সমাধানে এগিয়ে আসতে। আর আজ? "রগকাটা" , "মাথা ফাটানো" অথবা "ওরনা টানাতে" ব্যস্ত।

তাহলো কীভাবে সুস্থ্য ছাত্র রাজনীতি করতে হবে, নৈতিকতা, শিষ্ঠাচার ইত্যাদি শিক্ষা কে দেবে এদের। কারণ এরাইতো ভবিষ্যতে আমাদের দেশ পরিচালনায় আসবে। ভাবা যায় একজন "ওরনা টানা" বা "মাথা ফাটানো" ছাত্রনেতা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে অথবা স্বরাস্ট্র অথবা প্রধানমন্ত্রী হবে। এগিয়ে আসতে হবে অভিভাবক এবং নিজস্ব প্রাশাসনকে। স্কুল থেকেই "ভালো" কোনটা এই শিক্ষা দেবে বাবা-মা, আর কলেজ এবং বিশ্ববিদ্যালয় থাকবে খুবই শক্তিশালী একটি মনিটরিং ব্যবস্থা, যাতে কোন ভাবেই একজন ছাত্র অপ-ছাত্ররাজনীতি করার সুযোগ না পায়।

আর একটা বিষয় হলো নিজের বিবেকের কাছে "ভালো" থাকতে হবে সকল ছাত্রকে। আমার খুব দেখতে/জানতে ইচ্ছা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতার ঘুম থেকে উঠা এবং ঘুমাতে যাওয়ার দৈন্দিন কার্যকলাপ কী কী। আপনারা শিউরে উঠবেন। এরা কিভাবে ছাত্রনেতা হয়। আমাদের প্রিয় নাট্যকার মোস্তফা সারওয়ার ফারুকী যদি এদের এক দিনের "অরিজিনাল" কার্যকলাপ কোন কাটছাট না করে নাটক হিসাবে তুলে আনেন তবে এ জাতি অনেক "জিনিয়াসকে" দেখতে পাবে।

এই আশায় থাকলাম। অগ্রজ ও অনুজ ব্লগারদের উদ্দেশ্যে: বর্তমান ছাত্র-রাজনীতির ব্যাপারে আপনাদের মতামত বা এ নিয়ে নতুন ব্লগ লেখার আমন্ত্রন রইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.