আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রনেতা নিখোঁজ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক এক ছাত্রনেতা নিখোঁজ হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে রাজধানীতে। সাবেক ছাত্রনেতা এস এম শামিম আক্তারকে খুঁজে বের করার অনুরোধ জানিয়ে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক এবং বর্তমান সদস্যরা। শামীম আক্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এবং খুলনা জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের নেতাকর্মীরা বলছেন, গত ২৯ সেপ্টেম্বর সকালে কিছু অজ্ঞাত ব্যক্তি শামীমকে নিজ বাসা থেকে একটি সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এরপর থেকে শামীমকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, একাধিকবার পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরও বিষয়টির কোনো সুরাহা হচ্ছে না। কর্মসূচিতে উপস্থিত সাবেক ডাকসু ভিপি রাজিব হাসান মুন্না বলেন, "সরকার বা প্রশাসনের কোনো ব্যক্তি শামিমের অপহরণের ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারছে না। " সংগীত শিল্পী অরূপ রাহী বলেন, "আমাদের আশঙ্কা হচ্ছে শামীম কোনো পুলিশী ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন কি না। আমরা শামীমের কী হয়েছে তা জানতে চাই।

" এ সময় আরো বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম শুভ, সাবেক ছাত্রনেতা তুহিন হোসেন প্রিন্স, মোজাম্মেল হক তারা, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.