আমাদের কথা খুঁজে নিন

   

হাম্বারা কি এতিম হয়ে গেল.তাদের অভিবাবক দরকার



আমাদের একটা গরু ছিল। গ্রামে সাধারনত শীতকালে খোলা ময়দানে গরু (হাম্বা) দের ছেড়ে দেয়া হয়। আমাদের গরুকে মাঠে এক দিন ছেড়ে দেয়া হয় । হাম্বাটি স্বাধীন হয়ে অন্যের ফসলে র জমিতে হানা দেয়। মালিক অভিযোগ দিলে আমরা হাম্বাটিকে রশি দিয়ে বেধে রাখি।

ধরুন হাম্বাটির মালিক না থাকলে কি অবস্থা হত ,বারবার সে অন্যের জমি নষ্ট করত। আজকে আমাদের ছাত্রলীগের অবস্থা দেখে মালিকবিহীন হাম্বার কথা মনে পড়ে গেল। ঢাকাবিশ্ববিদ্যালয় একছাত্রীকে ওড়নাটেণে লাঞ্ঝিত করার পর চমেকেও একই ঘটনা ঘটল। আবু বক্করকে মারল এ হাম্বারা । সরকার ক্ষমতায় আসার পর হাম্বাদের কোন রকমে রশিদিয়ে বাধা যাচ্ছে না।

আসুন আমরা জনগন হাম্বাদের মালিক হয়ে তাদের কে রশি দিয়ে বাধায় করে রাখি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।