আমাদের কথা খুঁজে নিন

   

পুকুর পুকুর খেলা

............................................

ছোটবেলায় আমার একটা প্রিয় শখ ছিল। সেটা হলো বাথরুমে পানি জমিয়ে পুকুর পুকুর খেলা। এই খেলায় অবশ্য দুই তিনজন থাকতো। আম্মু এতো বকতো, মারতো, তাও এটা করতাম। এখন সে কথা ভাবলেই গা ঘিনঘিন করে।

গতকাল বাসে এইটা ভেবে খুবই অবাক লাগছিল। কি করে পারতাম করতে এটা আমরা? আমার বর্তমানে বাসাটা ঠিক মতিঝিল আর গুলিস্তানের মাঝামাঝি। বাস থেকে গুলিস্তানে নামলেও হয়, আবার মতিঝিলে নামলেও হয়। এই দুইটা জায়গার যেকোনো একটা জায়গায় নেমে রিকশা নিলেই হয়। কিন্তু মতিঝিলে নামলে সমস্যা হয় কোনো রিকশাওয়ালা আসতে চায় না।

অবশ্য মতিঝিল থেকে হেঁটে আসা যায়। কিন্তু সমস্যা হলো, রাস্তা পাড় হতে হয়। আর লোকজন শুধু ধাক্কাধাক্কি করে। গুলিস্তানে নামতে আমার ভয় লাগে, কারণ ওখান থেকে একবার আমার ছিনতাই হয়েছিল। গতকাল আবার মনে হলো আমি নামার সাথে সাথেই যদি আমার ব্যাগ নিয়ে দৌড় মারে, তখন আমার কি হবে? আমার বই খাতা নিয়ে গেলে আমি কি করে পরীক্ষা দিবো? দুইদিকেই সমস্যা আরকি! কিন্তু গুলিস্তানের পর বাস যাওয়া শুরু করলেই খেয়াল করলাম রাস্তায় প্রচুর পরিমাণে পানি জমে আছে।

গতকাল আমি সকাল থেকেই সাভারে ছিলাম। ঢাকায় যে এতো বৃষ্টি হয়েছে, এটা জানতামই না। যত সামনে যাই ততোই দেখি পানি। পানিতে পানিতে ভর্তি। রাস্তায় অনেক লোককে দেখছিলাম ঐ পানির ভিতরে পা ডুবিয়ে হাঁটছে।

আমি এইসব দেখে ভাবছিলাম, ও খোদা! আমার কি হবে? আমি কোথায় নামবো? শাপলা চত্ত্বরেও কি এই অবস্থা থাকবে? শাপলা চত্বরে যাওয়ার পর অধিকাংশ যাত্রীরাই নেমে গেল। তখন বাধ্য হয়ে আমিও নামলাম। রিকশা নিতে গিয়ে কোনো রিকশাই যেতে চায় না। অন্যদিন তো তাও ৪/৫ মিনিট অপেক্ষা করলে পাওয়া যায় রিকশা। সব রিকশাওয়ালাই আমাকে জ্ঞান দিতে লাগলো, আপনে রাস্তার ঐ পাশে গিয়া রিকশা নেন! আমার রাগে গা জ্বলে গেল।

আমি বললাম, রাস্তার ঐ পাশে যদি যেতেই পারতাম তবে আপনাদেরকে বলতাম না এক রিকশাওয়ালা কি বুঝলো কে জানে! আমাকে ভালো একটা সাজেশান দিলো। আমাকে ফুট ওভার ব্রিজটা দেখিয়ে বললো, ঐডা দিয়া পাড় হন। ব্রিজটা দেখে আমি ‘হা’ হয়ে গেলাম! আমি এতোদিন এইটা দেখি নি কেন? ঐ পাশে গিয়ে কয়েকটা রিকশাওয়ালাকে বললাম, কিন্তু তারা আমাকে পাত্তাই দিলো না। তারপর মনের দু:খে হাঁটতে থাকলাম আর ভাবতে লাগলাম, আমি কেন এতোদিন ঐ ব্রিজটা চোখে দেখিনি!! গা ঘিনঘিন করতে করতে ময়লা পানির ভিতরেও নেমে পড়লাম। হাঁটছিলাম আর ভাবছিলাম এর আশেপাশে কি ডাস্টবিন ছিল নাকি? এই পানির মধ্যে কি সাপ আসতে পারে? সাপ আসলে কোন টাইপ সাপ আসতে পারে? ঢোঁরা আসবে নাকি পদ্ম গোখরো? পানির মধ্যে কি সাপ কামড়ে দিবে? এইসব ভাবতে ভাবতে আর লোকজনের ধাক্কা খেতে খেতেই আমি পৌঁছে ভাবলাম ছোটবেলার মতো পুকুর পুকুর খেলে আসলাম!! ছোটবেলার পুকুর এর চেয়ে তো ভালো ছিল, এর চেয়ে অনেক গুণে পরিষ্কার ছিল এখনও কালকের কথা ভুলতে পারছি না



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।