আমাদের কথা খুঁজে নিন

   

পাপের জলে ভরা পুকুর

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

পাপে ভরা পুকুর আমার একটা ... প্রতি বরষায় ভরে ওঠে জলে, বেড়ে যায় পুকুরের আকার । প্রতিদিন স্নানের নামে পাপের জলে মাখামাখি দেহ ; রোদের প্রখর তাপে পাপ উবে যায় পূণ্য পিয়াসী মন তৃষ্ণায় কাতর হয় অনন্তকাল। বর্ষায় মেঘের আড়ালে হারালে সূর্য পাপের জলের প্রাচুর্য ভাসায় ঘরবাড়ী মনে মনে তখন কেবল পূণ্যের আহাজারী । পাপের পুকুরে ছেড়ে দেব একদিন পাপআহারী মৎস ; ধ্বংস হবেই পাপের জলের উৎস। তখনই পূণ্য যত সাধ মন হতে ঝরিবে ভূমিতে, বলো কে কখন গড়িবে কোনো বাধ? ১৩/৬/০৫


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।