আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ > জামায়াত শিবির ও গণমানুষ



জামায়াত ও তার ছাত্র সংগঠন শিবির বর্তমান বাংলাদেশে ভালো একটি অবস্থানে আছে। বাংলাদেশ প্রেক্ষিতে দলটির ২ অবস্থান বোঝা ও ব্যাখ্যা জরুরী। ১. বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলমান ২.বাংলাদেশের স্বাধীনতা - এ দুই অবস্থানে দলটির ঘুর্ণিপাক চলছে। ২য় অবস্থান নিয়ে সংক্ষেপে বলা চলে- ৭১ এর স্বাধীনতার বিরোধীতা করেও, অদ্যবধি কোন ক্ষমা না চেয়ে দলটি জনগণের বিশাল সমর্থন পাচ্ছে। সর্বোচ্চ ১৮টি পর্যন্ত আসনও পেয়েছে।

এতে রয়েছে বিপুল সংখ্যক স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীদের সক্রিয় সমর্থন। কেন এমন হলো? এমন তো হবার কথা ছিলো না। কথা ছিলো দলটির বিনাশ বা বর্তমান বামপন্থিদের মতো সর্থন সংখ্যায় পৌছা। ৭১ এ াবমদের একাংশ ছাড়া সকলে স্বাধীনতার জন্য আপ্রাণ লড়েছেন, দেশ গঠনে ঝাপিয়ে পড়েছেন, ১৪ ডিসেম্বর তাদের অনেক মাথা ত্রাগ স্বীকার করেছেন? তারপরও বাম পন্থীদের জনসমর্থন কম বা নাই। কেন? ৭১ এ দেশ স্বাধীন হবার পর আহমদ ছফা শাহবাগ মোড়ে হাত মেলে চিৎকার করে বলে বেড়াচ্ছিলেন - আমার বাংলাদেশ , আমার বাংলাদেশ।

চিন্তা করুণ ছফা'র সেই পবিত্রতম আবেগ'র কথা, এধরণের আবেগে আরো অনেকেই ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এসব স্বপ্ন বাস্তবায়নে আমরা কি করেছি? সমাজ বিশ্লেষণ প্রক্রিয়া এবং বর্তমান অবস্থা অনুযায়ী আচরণে'র ব্যার্থতাই এর মূল কারণ। শুধু শুধূ জামায়াত শিবির কে দুষলে হবে? ভ্যকুয়াম সৃষ্টি হলে তা পূরণের অবস্থানও তৎক্ষণাত হয়ে যায়। আজকের স্বাধীনতা বিরোধীরা এই সুযোগ নিচ্ছে। এবার আসি ১ম প্রসঙ্গে।

এদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। তা তারা তাদের যাপিত জীবনে ইসলামকে চায়। জ্ঞানীয় অবস্থানে বাঙ্গালী মুসলমানের সমস্যা নিয়ে আহমদ ছফা যথার্তই ধরেছেন তার বাঙ্গালী মুসলমান মন লেখায় (বই আকারে পাওয়া যায়) বাঙ্গালী মুসলমানের সংস্কৃতিকে উন্নয়নের ভ্যাকুয়ামকে বাদরামি করে জামায়াত কলাপস করেদিয়েছে। জামায়াত'র নিজের কাছেও কোন প্রদর্শন কলার সংজ্ঞায়ন নির্ধারিত নাই। অথচ এই সংগঠনটির (জামায়াত শিবির মিলে) ৪০০ সংস্কৃতিক সংগঠন পুরো বাংলাদেশে আছে।

তারা নাটক করে, গান করে, মিউজিক ইন্সট্রুমেন্ট ব্যবহার করে। আবার অন্য দিকে জামায়াতে শূরা স্বিদ্ধান্ত এগুলো হারাম। এই যে দ্বৈতাচার- এগুলো নিয়ে তারা নিজেরা যেমন ভন্ডামী , অপরাধে লিপ্ত একই ভাবে ইসলামের নামের গণ মানুষকেও প্রতারিত করছে। সাধারণ মানুষের উচিত হবে এসব আপাত প্রশ্নগুলো তুলে ধরা। সকলের শুভ কামনায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.