আমাদের কথা খুঁজে নিন

   

ঐশীকে কারাগারে পাঠাতে উকিল নোটিশ

স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় গ্রেপ্তার তাদের একমাত্র মেয়ে ঐশী রহমানকে কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে ২৪ ঘণ্টার মধ্যে কারাগারে পাঠাতে উকিল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আবেদনকারী ইউনুস আলী আকন্দের দাবি, বার্থ সার্টিফিকেট অনুসারে ঐশীর বয়স ১৯ বছর। নতুন শিশু অধিকার আইন তার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ তা বাস্তবায়ন হয়েছে ঐশীর বিরুদ্ধে মামলা হওয়ার পর অর্থাৎ গত ২১ আগস্ট। সুতরাং আগের আইন অনুযায়ী ১৬ বছরের বেশি বয়স হওয়ায় তাকে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন এই আইনজীবী।

তার ওই নোটিশ মঙ্গলবার কুরিয়ারের মাধ্যমে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার, ঢাকার মুখ্য মহানগর হাকিম, পল্টন থানার ওসি, মামলার তদন্ত কর্মকর্তা, টঙ্গীর জাতীয় কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়।

নোটিসে বলা হয়, ঐশীকে কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ প্রত্যাহার করে তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারাগারে পাঠাতে হবে। তা না হলে ইউনুস আলী হাই কোর্টে রিট আবেদন করবেন। 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.