আমাদের কথা খুঁজে নিন

   

মোহন বীণার জাদুকর বিশ্ব মোহন ভাট

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ

তরুণ বয়েসে আমি বিশ্ব মোহন ভাট এর যন্ত্রসংগীতে দারুণ মোহচ্ছন্ন ছিলাম। এমনই তাঁর জাদুকরী ক্ষমতা। সারা বিশ্ব এখন তাঁর জাদুকরী গুণের কথা জানে।

১৯৯৪ সালে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন এই ভারতীয় সংগীতাচার্য। প্রায়শ যারা ইন্সট্রুমেন্টার মিউজিক এর জন্য গভীর তৃষ্ণা অনুভব করেন তাদের কাছে বিশ্ব মোহন ভাট এক অনিবার্য নাম। বিশ্ব মোহন ভাট রাজস্থানের জয়পুরে ১৯৫২ সালের ১২ জুলাই জন্মগ্রহন করেন; এবং এই মেধাবী আচার্য পরিনত বয়েসে উদ্ভাবণ করেন মোহন বীণা নামে এক সুমধুর বাদ্যযন্ত্র । মোহন বীনায় তিনি সচরাচর ভারতীয় মার্গসংগীত বাজান। তবে ইন্সট্রুমেন্টার মিউজিকও করেন।

মোহন বীণা বিশ্ব মোহন ভাট। ১৯৯৮ সালে সংগীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছেন। ২০০২ সালে অর্জন করেছেন পদ্মশ্রী পুরস্কার। স্ত্রী পদ্মা দেবী এবং দুই ছেলের সঙ্গে জয়পুরেই বাস করেন আচার্য। বড় ছেলে সলিল ভাট একজন সুদক্ষ মোহন বীণা বাদক।

ছোট ছেলে সৌরভ ভাট মিউজিক কম্পোজার। মোহন বীণা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে মোহন বীণা কি, বিশ্ব মোহন ভাট কে-এসব প্রশ্নের উত্তর একটি মাত্র কম্পোজিশনে খুঁজে পাওয়া যাবে। সংগীতের আচার্যগন স্বর্গ থেকে নেমে আসেন আমাদের অশান্ত তৃষ্ণার্ত মনে প্রশান্তি ছড়াতে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.