আমাদের কথা খুঁজে নিন

   

তরবারির নীচেই আত্মসমর্পন !

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে

জগতের সকল সুখ আমার। সকল কষ্টও যেমন নিজের। হয়তো মানুষের জীবনে কখনো কল্পনার রাজ্যে ভেসে বেড়ানোর সময় আসে যখন বাস্তব পৃথিবীটাকে অবাস্তব মনে হয়। নয়তো নিবিড় পরিতৃপ্তিতে মাথা নিমগ্ন রেখে কেন এই আশ্রয় খোঁজা কারো বুকে! যেন আত্মসমর্পন কোন তরবারির নীচে! হ্যাঁ তাই । নইলে কেন এমন হয়? অকারন শোকে মোচড় দেয় কেন অন্তর? স্মৃতি যেন হৃদয় নদীর দুইধার ছাপিয়ে কেঁপে কেঁপে আর্তনাদ করে ওঠে।

পৃথিবীতে সব কিছুই কি ব্যবসার জন্য? না , লোকসানের মাদকতাও যেন পেয়ে বসে কখনো কখনো। স্বপ্ন মরিচিকা হয়ে ঝিলিক দেয় অন্তরে। যেন অনাদিকালের কষ্ট হতে অব্যহতির আন্দোলন। তীর্থযাত্রী হয়ে অত্যাচারে ছিঁড়ে যাওয়া তন্ত্রী গুলোর চিকিৎসা। জীবনের প্রথম বিস্ময়ের কাছে মানুষের চিরকালের প্রণতি, প্রগাঢ়তম প্রাপ্তির কাছে ঋণ।

তাই নীল আকাশের তারা হয়েও যেন তার জন্য অপেক্ষা । ঝরে যাওয়ার সময়েও এক মুহুতের্র জন্য নিজের করে পাওয়ার আকুতি। যেন ঝোঁকের মাথায় আকাশস্পর্শী স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে আত্মবির্সজন করে নিঃশেষ হওয়া। যদিও মানুষের জীবনে উজ্জ্বলতম আলো ফেলা মানুষের সংখ্যা খুব কম। তাই তারা সযতনে স্থান করে নেয় মনের সিংহাসনে।

আবার কখনো ফুল ও কাঁটাঁর পার্থক্য করা দুঃসাধ্য হয়ে যায়। কখনো কখনো স্বার্থলিপ্সু মানুষগুলোকে চিনে ফেলেও ভুল করতে ইচ্ছে করে। বাকিটুকু পরে......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।