আমাদের কথা খুঁজে নিন

   

তরবারির খাপে কিছু সাপের বাচ্চা



তরবারির খাপে কিছু সাপের বাচ্চা ১ অনেকগুলো রং মি্শে আছে চৌবাচ্চায় এবং একটি খোলা তরবারির খাপে ক্রমশ ঢুকে যাচ্ছে সাপ - সাপের বাচ্চারা বড় হচ্ছে ; হচ্ছে ধারালো একদিন এই পথে খেলা করবে বাতিগুলো, যুবতী হবে পশ্চিমাকাশ। ২ সব কিছু জেনেও আশায় বেধেছিলাম বুক ; ভরাট বুক ও তাহার অন্তর্গামী অনুভূতিতে রং বদল ঘটছে সকাল হলে, বিকেল হলে আর রাত্রি অসহায় হয়ে গেলে তবুও একটি খোলা তরবারি ছিলো জেনে পার করেছি সহস্র রজনী যাহার সর্বাঙ্গে আকরিক রংগুলো ঘনো হচ্ছে ৩ ঘনো ঘনো নিশ্বাস বদল্ আর চামড়ার আড়ালে সাপের বাচ্চা তর তর করে বাড়ন্ত হচ্ছে তবুও খাপছাড়া তরবারি ক্রমশ বেমানান - মানান - বেমানান - মানান সবাই জানে না জানে জানে না জানে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।