আমাদের কথা খুঁজে নিন

   

নিঃস্ব কালো রাত /////

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

তোমার বুকের প্রান্ত ছুঁয়ে নিঃস্ব হলো হাত ; অপেক্ষাতেই মিলিয়ে গেল দীর্ঘ কালো রাত । বসন্তেরি ধূপছায়া রোদ উঠলো বুঝি কেঁপে ; খুব যতনে জিয়িয়ে রাখা স্বপ্ন দিলাম সোপে । অবজ্ঞারি তীর ছোঁড়া সূল বিঁধলো যখন গাঁয় ; বুঝলো সেদিন আদ্যোপ্রান্ত তোমায় চাওয়ার দায় । (যখনি কি-বোর্ডের উপর আঙ্গুল গুলো খেলা করে মনে হয় -ইশ যদি এমন কোন শব্দাবলী ব্যবহার করার ক্ষমতা আমার থাকতো যার অর্থ বুঝতে পাঠককে বেশ কয়বার লেখার উপর চোখ বুলাতে হয় । কিন্তু না ,সে চেষ্টা আমি করি না ।

যা পড়ে আমার মন দুলে ওঠে না, তা পাঠকের মন ছোঁবে কিভাবে ;তাইতো সহজ সরল বাঙলায় লিখি । আমাদের মাতৃভাষা কতোটা যে সমৃদ্ধ তা নিজেরাও জানি না । এখনো এমন কিছু গান আছে ,কবিতা আছে যার মর্মার্থ বুঝতে ডিকশনারী ঘাটতে হয় । আর যখন তা আত্মস্হ করি ; এক অজানা ভালো লাগা ছুঁয়ে যায় । নিজের ভাষাকে বুঝতে পারা মানেতো নিজেকেই বুঝতে পারা ।

মাতৃভাষার যে মায়া তা সমস্ত অনুভূতিকেও হার মানায় । " কতো কবি আর গায়েন গেয়েছে--বাংলা ভাষার গান ; সব সুর ছেড়ে একটাই কথা --তুইযে আমার প্রাণ । ")

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।