আমাদের কথা খুঁজে নিন

   

নিঃস্ব জোনাকীরা উড়ে যাবার পর

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

নিঃস্ব জোনাকীরা উড়ে যাবার পর -আবু মকসুদ সম্পর্কহীনতার পাশে বসে আছি সংযোগের তারও ছিঁড়ে গেছে তার পায়ে আলোর আলতা দিচ্ছে ঝলক বৃষ্টি দাপট উঠানে ভাসাচ্ছে কাগজের নৌকা ওখানে হাঁটার অধিকার হারিয়েছি দুপুরে নিঃস্ব জোনাকীরা উড়ে গেছে মেঘের কমিউনে নদীকে ডিঙোনো ট্রেন ছাড়িয়ে যায় ভুল প্ল্যাটফর্ম বৃষ্টির দাপটে কাকভেজা পাতাগুলি সান্তনায় টান দেয় সম্পর্কের সিঁড়িতে বৈরাগ্যের বিছানা ছেড়ে চলে আসি সস্তা চায়ের দোকানে তারপর নিজের কাছে ফেরার কথা ভাবতে ভাবতে আবার মিশে যাই জোনাক মেলায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।