আমাদের কথা খুঁজে নিন

   

একুশ এলেই আমার দেশপ্রেম জেগে উঠে

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

একুশ এলেই আমার দেশপ্রেম জেগে উঠে সারাবছরের যাবতীয় কুকর্ম হতে আমি মুক্তির পথ পেয়ে যাই; আমার যাবতীয় দূর্নীতি আমাকে দগ্ধ করে আর আমি পুড়ে পুড়ে হয়ে যাই বিদগ্ধ। কালো ব্যাজ ধারণ করে আর কণ্ঠনালীতে উচ্চারণ করে- “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি” লজ্জাহীন নগ্ন পায়ের ছাপ আমি হেঁটে হেঁটে এঁকে দিতে যাই শহীদ মিনারের ফুলে শোভিত বেদিতে। একুশ এলেই আমার দেশপ্রেম জেগে উঠে আমার পাঁজরে ঘুমন্ত পশুটা ডুকরে কেঁদে উঠে অবিরাম নিসৃত হয় বিষাক্ত লালা, যেন একুশটি তীর হৃদয়ে গেঁথে গেলো ফালি ফালি করে দিল হৃদপিণ্ড মুখ দিয়ে বমি করে দেয় হৃদপিণ্ড; হাতে উত্তেজিত মাইক্রোফোন কেঁপে উঠে শাণিত ধ্বণিতে চারপাশ বিস্ফারিত হয় কারণ, একুশ এলেই আমার দেশপ্রেম জেগে উঠে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।