আমাদের কথা খুঁজে নিন

   

প্রাপক: উটপাল বাই (এস এর জানে জিগার)

^^^^^^^^^

উটপাল বাই, নিউজিল্যান্ডের সবুজ আর অতূলনীয় প্রকৃতির বর্ণনা আপনার কাছ থেকে এবার তেমন পাচ্ছিনা। আমাদের মত মিসকিন, যাদের কাছে নিউজিল্যান্ড ঘোরার পয়সা নাই তাদের প্রতি আপনি যদি একটু দয়া দেখাতেন, আমাদের কাছে নিউজিল্যান্ডের যদি একটা সেইরকম একটা বর্ণনা লিখতেন তবুও আপনাকে আমার এই লিখাটা লিখতে হতোনা। যাই হোক, আজকের আলুর শিরোনামেই শুরু করলেন তামিমকে দিয়ে। আমার শহরের পোলাটার উত্তর আমার কাছে ভালোই লেগেছে, সে তো এমনিই খেলে এবং রানও করে। কালও যা করল বাংলাদেশের প্লেয়ার হিসেবে ৩০ রান কম না।

আপনাকে আমার ক্রিকেট গ্যান দিতে হবেনা সেটা আমি জানি, ৪র্থ দিনে ৪০০+ কোন দলে কয়বার তাড়া করে টেস্ট জিতেছে আপনি রেকর্ড বুক দেখে নিয়েন। বোকার মত ধরে না থেকে তামিম কিছু একটা করতে চেয়েছে, সেটা সফল হয়নি বলে আপনার এমন হাত কচলিয়েছে বুঝি। সফল হলেও আপনি তাকে নিয়ে পজিটিভ কিছু লিখতেন কিনা সন্দেহ আছে। মিডল অর্ডারে আফতাবের জায়গায় খেলবে সেরকম কেউ বাংলাদেশে এখনো তৈরী হয়নাই, অনেকদিন দলের বাইরে ছিল, সেট হতে একটু সময় লাগবেই। আর আপনার যাকে পছন্দ হয়না (নাকি অন্য কিছু) তাকে নিয়ে যেভাবে লিখেন যেন সে ব্যটই ধরতে জানেনা।

অনেক বড় খেলোয়াড়ও সেট হতে সময় নেয়, অনেকে কয়েকটা লাইফ পেয়ে ১০০/২০০ ও করে ফেলে। ক্রিকেট আপনি আমার চেয়ে বেশি দেখেন, বেশি বোঝেন। খালি এটাই বোঝেন না প্রেসবক্সের হাওয়া আর মাঠের ২২ গজের মধ্যে পার্থক্য কতটুকু। আপনি সাত জনম চেষ্টা করেও সেদিন গিলেস্পিকে মারা শেষ ওভারের ছক্কাটা মারতে পারতেন?? এবার আসি আপনার জানে জিগার আশরাফুলের কথায়, যাকে আপনারা আদর করে এ্যাশ ডাকেন, আমজনতা তাকে ডাকে 'এস' নামে। 'আ ফ্যাট এস'! কালও করল মাত্র দুই! শিরোনামটা তাকে নিয়েই লিখতে পারতেন, তা কেন লিখবেন? পাবলিক কি সাধে বলে যে এস এর সাথে আপনার একটা অন্য সম্পর্ক আছে।

দায়সারা ভাবে লিখলেন তাকে অবসরে না পাঠালেই নয়। সবাই জানে এস'রে দিয়ে কয়েক ম্যাচ পানি টানালে তার চোখে বল দেখতে পায়। কোন শুভবুদ্ধিতে যদি নির্বাচকরা এবার এস'কে পানি টানতে লাগিয়ে দেয় তখন প্লিজ লাগে আপনি আবার কান্নাকাটি করতে যাবেন না। এস এর জন্য আপনাকে কাঁদতে দেখলে লোকে মুচকি হাসবে আর আপনাদের সম্পর্কটা নিয়ে কথা বলাবলি করবে। "বুখে আয় বাবুল"


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.