আমাদের কথা খুঁজে নিন

   

মধ্য আয়ের দেশ হতে হলে কয়লার ব্যবহার বাড়াতে হবে: মুহিত

মঙ্গলবার এক সেমিনারে তিনি বলেন, “আমার মনে হয়, বর্তমানে আমাদের মাথাপিছু কয়লার ব্যবহার ১৯০ কেজির মতো। মধ্য আয়ের দেশে উন্নীত হতে হলে এটা ৫০০ কেজি হতে হবে। তবে ২০২১ সালের আগেই আমরা মধ্য আয়ের দেশে উন্নীত হবো। ”
রাজধানীর পেট্রোসেন্টারে জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে এক সেমিনারে একথা বলেন তিনি।
আলোচনায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কয়লা উত্তোলনের ওপর জোর দেন মন্ত্রী।


তিনি বলেন, “কয়লা কীভাবে উত্তোলন করা যায় সে সিদ্ধান্ত নিতে হবে, যদিও এটা খুব কঠিন। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। ”
কী পদ্ধতিতে উত্তোলন হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে না পারায়- দিনাজপুরের ফুলবাড়ীতে পাওয়া দেশের সবোর্চ্চ কয়লাখনি থেকে উত্তোলন করা যাচ্ছে না।
যুক্তরাজ্যের কোম্পানি এশিয়া এনার্জির সঙ্গে ৯৪ ভাগ স্বত্ত্ব দিয়ে উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ী থেকে কয়লা তোলার উদ্যোগ নিলে অত্যন্ত উর্বরা জমি ও পরিবেশ ধ্বংসসহ জমি থেকে উচ্ছেদ হওয়ার ভবিষ্যত পরিণতির বিষয় তুলে ধরে আন্দোলন শুরু হলে তা স্থগিত করা হয়।
ওই আন্দোলনে ২০০৬ সালের ২৬ অগাস্ট দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প বাতিল এবং প্রত্যাহারের দাবিতে স্থানীয় বাসিন্দাদের সমাবেশে গুলিতে তিনজন নিহত হন এবং আহত হন দুই শতাধিক মানুষ।


অর্থমন্ত্রী বলেন, “এখন আমাদের মাথাপিছু আয় প্রায় ৯০০ ডলার। তিন চার বছরের মধ্যে এটা ১২০০ ডলারে পৌঁছে যাবে। কিন্তু মধ্য আয়ের দেশে পৌঁছতে হলে আমাদের মাথাপিছু জ্বালানির ব্যবহার আরো বাড়াতে হবে। ”
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন গ্যাসের ওপর নির্ভরশীল। দেশে উৎপাদিত মোট বিদ্যুতের প্রায় ৭৯ শতাংশ গ্যাসনির্ভর।


মুহিত বলেন, “বর্তমানে আমাদের জ্বালানি উৎস একটি বা দুটি। আমরা এর বহুমূখীকরণের উদ্যোগ নিয়েছি। বিদেশ থেকে বিদ্যুৎ ও গ্যাস আমদানির কাজ চলছে। ”
পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গ্যাসের উৎপাদন দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট বাড়িয়ে এখন ২৩০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে। একইভাবে কয়লার উৎপাদন প্রায় তিনগুণ বাড়িয়ে দৈনিক পাঁচ হাজার টন করা হয়েছে।


“জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা। ”
২০১০ সালে ৯ অগাস্টকে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস ঘোষণা করে সরকার। ১৯৭৫ সালের ৯ অগাস্ট বহুজাতিক কোম্পানি সেল-এর মালিকানায় থাকা ৫টি গ্যাসক্ষেত্র ৪৪ লাখ ডলারে কিনে রাষ্ট্রীয় মালিকানায় অন্তর্ভুক্ত করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।