আমাদের কথা খুঁজে নিন

   

মান্না চলচ্চিত্র উৎসব

মানুষ বাচেঁ তার কর্মে!

গতকাল ১৭ই ফেব্রুয়ারি ছিল চিত্রনায়ক মান্নার ২য় মৃত্যুবার্ষিকী। দুই বছর আগে এই দিনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই সবাইকে ছেড়ে চলে যান । বাংলা ছবিতে তিনি আলাদা একটি স্থান করে নিয়েছিলেন । বিশেষ করে, কাজী হায়াৎ পরিচালিত ছবিগুলোতে তাঁর অভিনয় ছিল অনবদ্য । বাংলা চলচ্চিত্রে তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে "মধুমিতা প্রেক্ষাগৃহ" কর্তৃপক্ষ একটি উদ্যোগ নিয়েছে। তারা জানিয়েছে, ১৯ থেকে ২৫ই ফেব্রুয়ারি প্রতিদিন মান্না অভিনীত একটি করে চলচ্চিত্র তারা প্রদর্শন করবে । ছবিগুলো হল - লুটতরাজ, লাল বাদশা, স্বামী-স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, পিতা-মাতার আমানত, ও আম্মাজান । এছাড়া তাঁর আরো উল্লেখযোগ্য ছবি রয়েছে...যেগুলো তারা সময়স্বল্পতার কারণে প্রদর্শন করতে পারছে না। মান্না ও তাঁর কাজ সম্পর্কে জানতে আগ্রহীরা বাংলা উইকিপিডিয়ায় নিচের লিংকে যেতে পারেন..... Click This Link অথবা বাংলা উইকিপিডিয়ায় ঢুকে মান্না লিখে সার্চ দিলেও হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।