আমাদের কথা খুঁজে নিন

   

মান্না দে'র গানঃ কফি হাউজ-২।

অকাট মূর্খ যাকে বলে আমি তাই।সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা।পোড়া কপাল!!
মান্না দে'র "কফি হাউজ" গানটা শোনেননি এমন লোক বোধহয় খুব কম পাওয়া যাবে।তাহলে এবার শুনুন "কফি হাউজ" এর সিক্যুয়েল "কফি হাউজ ২"।এটাও ভালো লাগার মত একটি গান। স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই, আজ আর নেই জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই, আজ আর নেই নিখিলেশ লিখেছে প্যারিসের বদলে এখানেই পুজোটা কাটাবে কী এক জরুরী কাজে ঢাকার অফিস থেকে মায়দুলকেও নাকি পাঠাবে একটা ফোনেই জানি রাজি হবে সুজাতা আসবেনা অমল আর রমা রায় আমাদের ফাকি দিয়ে কবেই তো চলে গেছে ওদের কখনো কি ভোলা যায়? স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই, আজ আর নেই জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই, আজ আর নেই ওরা যেন ভালো থাকে একটু দেখিস তোরা শেষ অনুরোধ ছিল ডিসুজার তেরো তলা বাড়িতে সবকিছু আছে তবু কিসের অভাব যেন সুজাতার একটাও তার লেখা হয়নি কোথাও ছাপা অভিমান ছিল খুব অমলের ভালো লাগে দেখে তাই সেই সব কবিতাই মুখে মুখে ফেরে আজ সকলের স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই, আজ আর নেই জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই, আজ আর নেই নাম যশ খ্যাতি আর অনেক পুরষ্কার নিখিলেশ হ্যাপি থেকে গিয়েছে একটা মেয়ে বলে সুজাতা বিয়েতে তার দুহাত উজার করে দিয়েছে সবকিছু অগোছালো ডিসুজার বেলাতে নিজেদের অপরাধী মনে হয় পার্ক স্ট্রীটে মাঝরাতে ওর মেয়ে নাচে গায় ইচ্ছে বা তার কোন শখে নয় স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই, আজ আর নেই জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই, আজ আর নেই কার দোষে ভাঙলো যে মায়দুল বলেনি জানি ওরা একসাথে থাকেনা ছেলে নিয়ে মারিয়ম কোথায় হারিয়ে গেছে কেউ আর কারো খোঁজ রাখেনা নাটকে যেমন হয় জীবন তেমন নয় রমা রয় পারেনি তা বুঝতে পাগলা গারদে তার কেটে গেছে শেষ দিন হারালো সে চেনা মুখ খুঁজতে স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই, আজ আর নেই জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই, আজ আর নেই দেওয়ালের রঙ আর আলোচনা পোস্টার বদলে গিয়েছে সব এখানে তবুও প্রশ্ন নেই, যে আসে বন্ধু সেই আড্ডা তর্ক চলে সমানে সেই স্বপ্নের দিনগুলো বাতাসে উড়িয়ে ধুলো হয়ত আসছে ফিরে আজ আবার অমলের ছেলেটার হাতে উঠে এসেছে ডিসুজার ফেলে যাওয়া সে গীটার স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই, আজ আর নেই জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই, আজ আর নেই গানটি ডাউনলোডের জন্য এখানে গুতা মারুন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।