আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি এখন বিপন্ন দল: মান্না

রোববার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিলে সাবেক এই ছাত্র নেতা বলেন, “জীবনে প্রথম শুনেছি যে খালেদা জিয়া দল গোছানোর পর আন্দোলনে নামবেন।
“এটি বলার কারণ হল- বিএনপি এখন একটি বিপর্যস্ত, পরাজিত এবং বিধ্বস্ত রাজনৈতিক দল। এরা এই সরকারের বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। ”
বিএনপির প্রতিহতের হুমকির মধ্যে দশম সংসদ নির্বাচন করে পুনরায় ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ। ভোটের আগে আগাম নির্বাচনের কথা বললেও এখন আওয়ামী লীগ নেতারা বলছেন, পরবর্তী নির্বাচন ৫ বছর পরে হবে।


নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দল গুছিয়ে কর্মসূচি দেবেন তিনি।
এক সময়ের আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না বলেন, তারা বিদ্যুৎ-পানি-গ্যাস  সমস্যা, দুর্নীতি নিয়ে আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক সমস্যা নিয়েও সোচ্চার থাকবেন।
“আমরা কোনো রাজনৈতিক দল না। তবে রাজনীতিতে আমরা থাকতে চাই। ”
নাগরিক ঐক্যের আয়োজনে এই গোলটেবিলে সাবেক নির্বাচন কমিশনার এম সাখওয়াত হোসেন, বাসদ আহ্বায়ক খালেকুজ্জামান, সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমেদ, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বক্তব্য রাখেন।


সাখাওয়াত বলেন, নির্বাচন কমিশনের যে আইন আছে তা দিয়েই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তাদের সময়েও অনেক রাজনৈতিক নেতা ভোটে প্রভাব বিস্তার করতে চেয়েছিল।
“আমরা যখন লিখিত জানালাম, যদি কোনো বিশৃঙ্খলা দেখি তাহলে নির্বাচন বন্ধ করে দেব এবং সব খরচ প্রভাব বিস্তারকারী নেতাকে বহন করতে হবে, তখন তারা কিন্তু সরে গিয়েছিল। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.