আমাদের কথা খুঁজে নিন

   

দুটো বিষয়ে মিল

আমার ব্যক্তিগত ব্লগ

শাফিন (আমার এক বছর ২ মাস বয়সী ছেলে) আজকাল একই রকম দুটো জিনিস মেলাতে শুরু করেছে। একদিন আমার কোলে শুয়ে টিভি দেখছিল। সেখানে একটা মেয়ে মোবাইল ফোন তুলে কথা বলল। এটা দেখে ও লাফ দিয়ে উঠে "ঐ তা ঐ তা" বলে আমার মোবাইল ফোন দেখাতে লাগল। ফোন দুটি যে একরকম ছিল তা কিন্তু না।

ঐটা ছিল কাল আর আমারটা সিলভার কালারের, কেসও সম্পূর্ন ভিন্ন। তারপরও ও বুঝতে পেরেছে, জিনিস আসলে একই। দুটোই মোবাইল ফোন। আমি বললাম "হ্যা ঠিক ধরেছো। মোবাইল ফোন।

" ও খুশি হয়ে আবার আমার কোলে শুয়ে পড়ল। আজ শাফিনকে তামিমের (আমার ৮ বছর বয়সী ভাগ্নে) ভাল্লুক দিয়ে খেলতে দেয়া হয়েছে। ও সেটা দেখে তামিমের পেন্সিল বক্সের গায়ে আকা ভাল্লুক দেখিয়ে দিল। বোঝালো এরা এক। এল জি এর জাজ টিভি এ্যাডে একজন মেয়ে লাল ঢেউ খেলানো ড্রেস পরে নাচে।

শাফিন দেখে বলল কুকু (মুরগী)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।