আমাদের কথা খুঁজে নিন

   

দুটো কবিতা

ছন্দহীন জীবন বড়ই নীরস ১. এটা এখনো কবিতা হয়ে ওঠেনি, তাই শিরোনাম নেই মগ এবং গেলাশের কাজ এক হলেও এবং গেলাশের চেয়ে মগ সুবিধাজনক হলেও গেলাশই কিন্তু শেষ পর্যন্ত সুন্দর এবং গ্রহণযোগ্য তন্বীরাই শেষ পর্যন্ত সুন্দর ২. মূর্খ শয়তান হীন চাটুকার চেলা চামচার চারদিকে শুধু ফাল মেধাহীনদের সংখ্যার জোরে মেধাবী হারায় তাল অসভ্যদের মাঝখানে পড়ে সৎ লোক গোনে কাল-- কখন ঝেঁটিয়ে দূর করা যাবে এই দঙ্গল-পাল চোর জোচ্চোর ছ্যাঁচ্চরগুলো দল ভারী করে রোজ জোর শোর তুলে একজোট হয়ে প্রতিদিন দেয় পোজ এত সুন্দর সুট-বুট-টাই জনগণ যেন সবাই ভোদাই ঐসব দেখে ভাববো তাদের কেমন নায়ক ভাব! বেতনের চেয়ে বেশি দামী জুতো কোত্থেকে করে লাভ-- ভাববো না এটা ভাববো না বেটা সেই দামী জুতো নিত্য নতুন কেন? তোরা কি ভাবিস আমাদের কারো নেই এইটুক জ্ঞানও? নেই আর কোনো ব্যবসা-চাকুরি কোত্থেকে পাস এত ভুরি ভুরি? বেহায়া বেলাজ বেশরমগুলো যখন কেলিয়ে দাঁত বলতে চাইছে, ওরা সবচেয়ে সব থেকে ভালো জাত কান্না না হাসি--কোনটা আনবো, উঠতে পারি না বুঝে লজ্জায় মুখ কোথায় লুকাবো, জায়গা পাই না খুঁজে সন্ত্রাসী খুনী চাঁদাবাজদের মহড়া রাষ্ট্রজুড়ে ভদ্রলোকেরা ভদ্র থাকুন, থাকুন ফারাকে দূরে তাদের ব্যাপারে মাথা না ঘামিয়ে নীতিগীতি গা’ন সুরে চলনে বলনে তাদের মহড়া চলছে চলবে চলুক সব ফেস্টুন পোস্টারজুড়ে ব্যানারে তাদের মুখ তারা যে মহান! তাদের জন্য তোড়ন ডাইনে-বামে চান বা না চান পুজো দিচ্ছেন নিত্য তাদের নামে যখন যে পথে চলবেন তারা, কেউ চলবে না তাতে তারা কি মানুষ? তারা পড়বেন মানুষের সাক্ষাতে? শঠ প্রতারক প্রবঞ্চকের সুবিশাল সমারোহ বরখেলাফির কৌশল ওরা পাল্টায় প্রত্যহ মিথ্যে ছাড়া তো আর কোনো কিছু বেরোবে না মুখ থেকে সত্য যদিও বেরোয় তাহলে ভুলে নয়তো বা ঠেকে ভাঁওতাবাজির ছলচাতুরির আর কত কৌশল নিত্য নতুন পাল্টাবি তোরা বর্ণচোরার দল? দর্পী দম্ভী অহঙ্কারীরা দাপুটে কথার তোড়ে মনে হয় যেন ষোল কোটি লোক ভাসিয়ে তাড়াবে ওরে! রাস্তা করছে; বলছে এসব রাস্তা আমার করা বিরিজ গড়ছে; বলছে এগুলো সকলি আমার গড়া গুল্লি মারছি তোদের ঝাড়ির টাকা কি তোদের বাপের বাড়ির? জনগণ বুঝি ওদের টাকায় খেয়ে-পরে আছে বেঁচে? কেন ফেলছে না কেউ এক্ষণও ওদের জিহ্বা ছেঁচে? ওদের যতটা পোঁচপাচ আছে, কাদের টাকায় চলে? কারা দেয় কর, সেই কর দিয়ে কারা বড় কথা বলে? জনগণ দেয় কর এজন্য--করবি তাদের সেবা তাই কর; আর মুখচুল্লির ঐ জিভাগ্নি নেভা এসব মূর্খ শয়তান থেকে মুক্তি মিলুক জাতির ওরা সব হোক বিতাড়িত আর চাই না ওদের খাতির  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।