আমাদের কথা খুঁজে নিন

   

দুটো কথাঃ

১। ফেসবুক সমাজের অসংখ্য বৈচিত্র্যময় সম্পর্কের মাঝে অনন্য-সাধারন একটি সম্পর্ক হচ্ছে ভাই-বোন রিলেশন। প্রায় প্রতিটি ফেসবুকারেরই দুই-একটা এরকম সিব্লিং থাকে, যাদের সাথে আদতে তাদের কোন সম্পর্কই নেই। সত্যিকার জীবনে এদের কখনো দেখাও হয়নাই। অথচ এরা এমন আচরণ করতে থাকে, যে আপন রক্তের সম্পর্কের ভাই অথবা বোনও সেটা দেখে লজ্জা পেয়ে যায়।

কারন তাঁরাও এতোটা আপন হতে পারেন নাই! এই বানোয়াট বোন অথবা ভাইগুলোর মধুর সম্পর্ক বড়ই মোহোনীয়। এরা একে অপরকে 'আদর' করে প্রতীকী 'চুম্বন' পর্যন্ত করে থাকে। 'উম্মাহ(ummah)' 'উম্মাহ(ummah)' শব্দে ফেসবুক আলোড়িত হয়। এপর্যন্তও ব্যাপারটা মেনে নেওয়া যায়। ভাই বোন একে অপরকে আদর করে 'সিব্লিং কিস' দিতেই পারে।

কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, হঠাৎ একদিন যখন দেখা যায়, ভাইজানকে 'ভাইজান' না ডেকে ডাকা হচ্ছে শুধু 'জান' আর 'দিদিমণি'কে ডাকা হচ্ছে 'সোনামণি'! বড়োই কদর্য! ফেসবুকের সিব্লিংসে ঝুলে থাকা সেই ভাই অথবা বোনের নাম তখন লেভেল-আপ হয়ে, এঙ্গেজড/ম্যারিড/ইন অ্যা রিলেশনশিপে উঠে আসে। কি লজ্জার কথা! উহাদের প্রতীকী চুমু গুলো দেখলেও তখন ফিল করা যায়, এইটা আর সেই 'সিব্লিং কিস' নেই, তীব্র দৈহিক চাহিদা থেকে উঠে আসা প্যাসনেট্‌ চুমুতে(ummmmmmmmmah)পরিণত হয়েছে, যেটাতে 'm'এর সংখ্যার অস্বাভাবিক 'বৃদ্ধি' পরিলক্ষিত!!! ২। উপরিউক্ত বেজাইত্তা গ্রুপের মাঝে 'পুরুষসমাজ' এর জন্যে বাংলাদেশে বহুল প্রচলিত একটা 'উর্দু' গালি আছে, ''বেহেন**''। সাধুসমাজে গালিগালাজ করা উচিৎ হবেনা, তাই এখানেই টম টম থেমে গেল... ভাই, শেষ একটা কথা বলি, সবই মাইনা নিছি, কিন্তু গলা ছাইড়া কান্তে ইচ্ছা হয় যখন দেখি, ২-৩ মাস পর, রিলেশনশিপ স্ট্যাটাস পুনরায় চেঞ্জ হয়া গেছে, এবং ইন অ্যা রিলেশনশিপে যে ছিল হ্যাঁতে আবার সিব্লিংসে অ্যাড হয়া গেছে! আসেন কান্দি... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।