আমাদের কথা খুঁজে নিন

   

নিজের ভাষার চর্চার সাথে সাথে সব ভাষাকে সম্মান করার মাধ্যমেই বায়ান্ন'র ভাষা শহীদদের প্রতি সত্যিকারের সম্মান দেখানো হবে।

এক,আমার মামা থাকে স্পেনে।উনি একদিন বললেন," বিদেশে আসলে বুঝতে পারা যায় দেশ কি জিনিস, দিনের পর দিন বাংলা বলতে পারি না,কিন্তু যখনই কোথাও লাল-সবুজ পতাকা দেখি,কিংবা কাউকে বাংলায় কথা বলতে দেখি,সেই মানুষটাকে না চিনলেও মনে হয় কত আপন !অনেক দূরে থেকেও যখন বাংলাদেশের ভাল খবর শুনি তখন মনের ভেতরটা আনন্দে ভরে যায় ! " দুই, বাংলা ভাষায় উচ্চতর জ্ঞানের চর্চা করা সম্ভব নয়-এই তত্ত্বে বিশ্বাসীদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গুগল-এর কাছ থেকে পুরস্কার পেল শিক্ষক.কম । ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকাভারি চ্যানেলের বাংলা অনুবাদের ফলে এর দর্শক প্রচুর পরিমাণে বেড়েছে।এটা প্রমাণ করে,শিক্ষার প্রকৃত প্রসারের জন্য মাতৃভাষার বিকল্প নেই। তিন, ইন্টারনেটে বাংলা লেখার পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আনা সফট ওয়্যার "অভ্র" এর নির্মাতা ওমাইক্রোনল্যাবকে পুরষ্কৃত করা উচিত।তারা ইন্টারনেটে বাংলা-কে কারো ব্যক্তিগত সম্পত্তি হওয়া থেকে রক্ষা করেছেন। চার,বাংলাকে ভালবাসার পাশাপাশি আমাদের দেশের উপজাতীয় সম্প্রদায়ের মাঝেও তাদের নিজ নিজ ভাষার প্রচলন আছে।আমরা ঊর্দূর আগ্রাসন মানি নি,আমরা হিন্দীর আগ্রাসন নিয়ে চিন্তিত,একই সাথে আমরা যেন অন্য কারো মাতৃভাষার জায়গায় নিজ ভাষা চাপিয়ে না দিই। নিজের ভাষার চর্চার সাথে সাথে সব ভাষাকে সম্মান করার মাধ্যমেই বায়ান্ন'র ভাষা শহীদদের প্রতি সত্যিকারের সম্মান দেখানো হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.