আমাদের কথা খুঁজে নিন

   

আমার আকাশ



কবিতার সাথে মেলামেশা কবেকার, তখনও বুঝিনা আমি কেন ছেলে আর মেয়েরাই কেন মেয়ে, বারণও করেনি কেউ কবিতার সাথে বিয়ে বিয়ে খেলতে। পুতুলের সংসার, এবেলা ওবেলা ভেঙ্গেছি, গড়েছি জানিও না কতবার হারিয়েছি অনায়াসে, নীরব দুপুরে, চিলেকোঠা ঘরে শাপলার মত অতসী স্বপ্নে ভেসে। কবিতার সাথে অজান্তে বড় হওয়া, খেলার ছলেই একদিন শাড়ি পরে ভোরের আকাশ সেজে কানে কানে এসে বলে- এবার যে তোকে মেঘেতে লুকোতে হবে। সবুজ আঙ্গুলে যেই না ছুঁয়েছি তাকে সে বল্ল ছিঃ, ওকি? হাত দিয়ে কেউ আকাশকে ছোঁয় নাকি! রং-তুলি নিয়ে বুলিয়ে আমার পিঠে এঁকে দিল দুটি ডানা, আমিও হলাম পাখী। -সোহম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।