আমাদের কথা খুঁজে নিন

   

রাস্তায় ধূলো আর ধূলো!

Lots of new things pop-ups every moment. But I failed to catch them. To protect me from ignorance I have been trying adjust with new knowledge.

ছোট বেলায় দেখতাম ভোরের বেলায় কাক ডাকার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে পড়তো পরিচ্ছন্নকর্মীরা। তখন বলা হতো সুইপার। তাদের কথা ছিলো হিন্দুস্তানী বাংলা। কোমরে ঝোলানো থাকতো নিজের চায়ের মগ। কারণ অচ্ছূৎ এ মানুষদের হোটেল রেস্তোরার তৈজস ব্যবহার করতে দেয়া হত না।

ঘুম থেকে নগরবাসী জেগে ওঠার আগেই রাস্তা-ঘাট পরিষ্কার। এত শত ঢাউস সাইজের ময়লার গাড়ি কিংবা ডাস্টবিন ছিলো না। কিন্তু ময়লা ধূলো থাকতো না পথে, এভাবে। এখন দিন পাল্টেছে, সুইপারদের রভা হচ্ছে পরিচ্ছন্নকর্মী। পথে চোখে পড়ে নানারকম ময়লার গাড়ি।

কিন্তু সেসবের কাজকর্ম দিনের ব্যাস্ত সময়ে। পথে জাম লাগিয়ে সকাল নটায় ময়লা তুলছে আধুনিক পরিচ্ছন্নকর্মী। বেলা দশটায় মনের সুখে পথের ধূলো উড়াচ্ছে পরিচ্ছন্নকর্মী। চারদিক ধূলো আর ধুলো। মনে হয় আধুনিকতা সিটি কর্পোরেশনের পেশাদারী কাজকর্মকে আলংকারিক কাজে রূপান্তরিত করেছে।

ধুলো খেতে খেতে ভাবি, সেই সুইপাররাই ভালো ছিলো। কেন এল পরিচ্ছন্নকর্মী নামের এসব কাজ দেখানেওয়ালারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.