আমাদের কথা খুঁজে নিন

   

আন্ধার......

মশিউর রহমান আস্তে আস্তে ফিকে হয়ে যায় জীবনের সকল আনন্দ উচ্ছাস, পলিত হয়ে যায় শালিকের ঠোঁটে যৌবনা সবুজ ঘাস ও পাতার হাসি। আমি শুকনো পাতার মরমরে শুনি নতুন জীবনের গল্প যে ফুল বা পাতা বোঁটা হতে খসে পরে তা আর শোভা পায়না বোঁটায়। সোনালি দিন গোধুলির হলুদ আবরণে মিলিয়ে যায় গরুর খুরে ধীরে ধীরে ঘিরে ধরে আন্ধার, অজ্ঞতা বাদ দিলেই আন্ধার মানেই ধরিত্রী। আমি আন্ধারের মাঝে দেখতে পাই আদিম শুদ্ধতার রুপ, আমি খুঁজে পাই নতুন জীবনের আসাদন একদিন আন্ধারের মাঝেই আরাধনায় রত ছিলাম। ও হ্যা দিন ! আমি দিনকে হেলায় ফেলায় হারাতে চাইনা দিনকে গুঁজে দিয়েছি প্রিয়তমার নাক ফুলে, দিনকে গুঁজে দিয়েছি প্রিয়তমার গ্রীবার সৌন্দর্যে হার করে, দিনকে গুঁজে দিয়েছি পল্লিবালার কোমরের ভাঁজে কলশের চোয়ানো ফোটা ফোটা জলে, দিনকে গুঁজে দিয়েছি প্রজাপ্রতির ডানায় আর ভ্রমরের গুঞ্জনে, দিনকে গুঁজে দিয়েছি চিকমিক ঢেউ মেঘনার বুকে……. কিন্তু সব কিছু ছাপিয়ে দিনের উচ্ছাসের মাঝে ব্যর্থতার গন্ধও পাই ! বুকের প্রান্তরে উদ্দাম খরা পুড়ে যায় হারিয়ে যায় চলে যায় ফেটে যায় চিৎকার দিয়ে ধুকে ধুকে অহেতুক অপবাদ আর ঘৃনা ভালোবাসা আড়াল করে। তারপরেও চলতে হয় শুধু বেঁচে থাকার দায় ! কি চাই আর কি চাইনা তার হিসাব নিকাশ আর করতেও চাইনা কোন কিছুই ভালোলাগেনা সব ক্ষণিকের মোহগ্রস্ত পারিজাত পাখির ডানায় দিয়েছি ভাবনার কুলুপ এঁটে ওড়ছে শুধু রং নাই স্বাদ নাই ধূসর বিরস উড়ছে শুধু রাত আর দিন। মশিউর রহমান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।