আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিহিংসার রাজনীতি ছাড়তে হবে: রওশন

বুধবার দশম সংসদের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে দাঁড়িয়ে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জিয়াউর রহমানকেও স্মরণ করেন।  

বিএনপিবিহীন দশম সংসদে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া জাতীয় পার্টি দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদের স্ত্রী দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশনকে।

প্রথম অধিবেশনে সামনের সারিতে রওশনের পাশের আসনেই বসেন এরশাদ। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন অধিবেশনে।

নতুন স্পিকারকে অভিনন্দন জানাতে দাঁড়িয়ে রওশন বলেস, “দেশ গড়ার জন্য, দেশের মঙ্গলের জন্য, জনগণের মঙ্গলের জন্য আসুন একসাথে-একযোগে কাজ করে যাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখায় ‘প্রচেষ্টার’ কারণে জাতীয় পার্টি সংসদে আসতে পেরেছে বলে স্বীকার করেন তিনি।

নবম সংসদে খালেদা জিয়ার আসন দশম সংসদে নেয়া রওশন বিএনপিকে নির্বাচনে না পেয়ে হতাশাও প্রকাশ করেন।

“বিএনপি নির্বাচনে এলে ভালো হত। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য একসঙ্গে মিলেমিশে কাজ করলে গণতন্ত্র শক্তিশালী হবে। ”

সেই সঙ্গে নবম সংসদে সরকার ও বিরোধী দলে ভূমিকার সমালোচনাও করেন নতুন বিরোধীদলীয় নেতা।


“দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিরাজ করবে এটা সবারই প্রত্যাশা। কিন্তু যে ধারা বিরাজ করছিল, তা গণতন্ত্রের সহায়ক ছিল না। এজন্য সরকারি দল ও বিরোধী দল কখনো একসঙ্গে বসেনি, জাতীয় স্বার্থেও না। ”

সরকারের তিনজন মন্ত্রী থাকার পরও জাতীয় পার্টির কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন নিয়ে ইতোমধ্যে যে প্রশ্ন উঠেছে, তার উত্তরও দেন রওশন।

“অনেকেই এটা নিয়ে কথা বলছেন।

কিন্তু এটা নতুন কনসেপ্ট। তত্ত্বাবধায়ক সরকার ছিল না, ওটাই তো নতুন কনসেপ্ট ছিল। ”

“মন্ত্রী আছে ঠিকই, তবে বিরোধী দলের ভূমিকা সঠিকভাবেই পালন করতে চাই। কতটুকু সফল হব, জানি না। তবে আন্তরিকতার ঘাটতি থাকবে না।



সংসদে বিরোধী দলকে স্পিকার মূল্যায়ন করবেন বলে আশা প্রকাশ করেন জাতীয় পার্টির এই নেত্রী।

স্পিকার হিসাবে শিরীন শারমিন চৌধুরী পুনর্নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে রওশন বলেন, “আপনার একাডেমিক ক্যারিয়ার আছে। এটা আপনাকে সম্মানিত করেছে, এখানে নিয়ে এসেছে।

“একজন পারফেক্ট লেডি আমাদের স্পিকার হয়েছেন। আমরা আনন্দিত-গর্বিত।

সংসদ নেতা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.