আমাদের কথা খুঁজে নিন

   

সমাধির প্রান্তরে

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ ।

আজ আমি অনেকটাই ক্লান্ত শুকনো ফুলের গন্ধে, ভোরের শুভ্র আলো কিংবা মিস্টি পাখির ডাক... কিছুই আমায় আজ টানে না আমায়। বলতে পারো অনেক টা অভিমান নিয়ে আছি প্রকৃতির উপর। বলেত চাই তোমায়, "তুমি তাই এসো না কখনো ফুল নিয়ে আমার সমাধির প্রান্তরে। " তুমি কি বুঝতে পারো না? আমি ঐ ফুলের কোন গন্ধ আমার কাছে আসবে না।

এর সব টুকুই যে শুষে নেবে সমাধির ঐ ঘাস গুলো, ওরা তখন বেড়ে উঠবে আরো স্বমহিমায়। আমি যে তখন কষ্ট পাবো... তোমার দেওয়া ফুল না নিতে পেরে, তুমি কি তা বুজতে পারো না? তুমি তাই এখানে এসে কখনো তোমার চোখের জল ফেলো না আমার ঐ সমাধি তে... তুমি কি বুঝতে পারোনা, তোমার ঐ চোখের জল শুষে নিবে কংক্রিটের ঐ এপিটাফ কিংবা শুকনো সেই মাটি। পাথরের এই সাজানো বাগানে তোমার ভালোবাসায় তাই ফুটবে না কোন ফুল, আমার বোবা কান্না গুলো তাই পৌছাবেনা তোমার কাছে। বৃষ্টি হয়তো তখন ছুঁয়ে যাবে তোমায়,এলোমেলো বাতাসকে সাথী করে,তোমার কাছে। আমার এপিটাফ ছুঁয়ে হয়তো তখন বৃষ্টি নামে , হয়তো বা তা ধরা দেয় আমার কান্নার সাদৃশ্য হয়ে তোমারই কাছে।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।