আমাদের কথা খুঁজে নিন

   

একান্ত সাক্ষাৎকারে সারা বেগম কবরী এম.পি

রঙ্গিলা বন্ধুরে....... i_mahmud2008@yahoo.com

একান্ত সাক্ষাৎকারে সারা বেগম কবরী এম.পি আইনানুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারও এ দেশে হবে অবশ্যই ইসমাইল মাহমুদ সারা বেগম কবরী। সত্তর, আশি ও নব্বই দশকের বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের সোনালী যুগের স্বর্ণালী তারকা। কোটি কোটি দর্শকের প্রিয় অভিনেত্রী। চলচ্চিত্রের উজ্জল নক্ষত্র কবরী দাপটের সাথে অভিনয় করেছেন প্রায় তিন যুগ। সারেং বউ, সুতরাং প্রভৃতি কালজয়ী ছবিতে অসাধারণ অভিনয় করে ঠাই করে নিয়েছেন বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে।

‘মিষ্টি মেয়ে’ কবরী বর্তমানে অভিনয় থেকে সেচ্ছা নির্বাসনে থাকলেও সমান দাপটে মাতিয়ে রেখেছেন রাজনৈতিক অঙ্গন। নারায়নগঞ্জ-৪ আসন বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদ সদস্য। দু’অঙ্গনেই তিনি সমানভাবে সফল। সফল এই ব্যক্তিত্ব স¤প্রতি মণিপুরী সাহিত্য ও সংস্কৃতি উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসেছিলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার নিভৃত পল্লী তিলকপুরে। সেখানে তার একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

সাক্ষাৎকারের চুম্বক অংশ পাঠকদের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। ¬¬ ইসমাইল : আপনি দীর্ঘদিন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন মাতিয়ে রেখেছেন। বর্তমানে রাজনৈতিক অঙ্গনেও সমানভাবে বিচরন করছেন। ছিলেন অভিনেত্রী, হলেন জননেত্রী। বর্তমান পরিচিতি কেমন উপভোগ করছেন? কবরী : আমি দীর্ঘদিন সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত থাকলে রাজনীতি সচেতন ছিলাম।

আমি মনে করি রাজনীতিও একটি সংস্কৃতি। একটি দেশের আর্থ সামাজিক উন্নয়নে রাজনীতির ভূমিকা কম নয়। মহান মুক্তিযোদ্ধের সময় আমি আওয়ামীলীগ না করলে জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধে সরাসরি অবদান রাখি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্ত চিন্তা চেতনার প্রকৃত দেশপ্রেমিক জনগনকে রাজনীতিতে সম্পৃক্ত করছেন। এরই ধারাবাহিকতায় এলাকার উন্নয়ন ও সার্বিক অগ্রযাত্রায় সামিল হতে আমি রাজনীতির ময়দানে পদার্পন করেছি।

ইসমাইল : সরকারের পূর্ণ হয়েছে। বর্তমান সরকার গত এক বছর কতটুকু সফল বলে আপনি মনে করেন? কবরী : সরকারের মাত্র এক বছর পূর্ণ হয়েছে। এ এক বছরে বাংলার জনগনের নয়ন মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের কল্যানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। শেখ হাসিনার সরকার রাষ্ট্রিয় ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমিয়ে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে এসেছে। ওএমএস সিস্টেম চালু করে গার্মেন্ট শ্রমিক থেকে শুরু করে দেশের দ্রারিদ্র জনগোষ্টিকে সহায়তা করছে।

বেশ কটি নির্বাচনী ওয়াদা ইতোমধ্যে পূরন হয়েছে। শিক্ষিত বেকারদের চাকুরীর প্রক্রিয়া শুরু হয়েছে। দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার সরকার দিন রাত কাজ করে যাচ্ছে। ইসমাইল : জাতীর জনক হত্যা মামলার রায় কার্যকর হয়েছে। ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে হত্যাকারীদের।

এতে দেশের মানুষ চরমভাবে আনন্দীত। জাতির পিতা হত্যা রায় কার্যকর হবার পর দেশের আপামর জনতার দাবি যুদ্ধাপরাধিদের বিচার। এ ব্যাপারে..... কবরী : জাতির জনক হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে দীর্ঘ ৩৮ বছর পর বাঙালী জাতি ভার এবং কলঙ্কমুক্ত হলো। হত্যাকারীদের ফাঁসি হওয়ায় দেশবাসী আনন্দীত। একটি কথা মনে রাখতে হবে আইন তার নিজস্ব গতিতে চলবে।

আইনানুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারও এ দেশে হবে অবশ্যই। যুদ্ধাপরাধীদের বিচার না হলে যে পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ থাকবো এবং মুক্তিযোদ্ধের চেতনা ভুলন্ঠিত হবে। কারা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং কারা রাজাকার এটি প্রমানের জন্যও যুদ্ধাপরাধীদের বিচার হওয়া আবশ্যক। ইসমাইল : বর্তমানে রাজনৈতিক অঙ্গনে চলছে অস্তিরতা, চলছে অসুস্থ ধারার রাজনীতি........ কবরী : বর্তমানে রাজনৈতিক অঙ্গনে অস্তিরতা বিরাজ করছে এ কথা সত্য নয়। রাজনীতি কোন খারাপ বস্তুও নয়।

সুষ্টু রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমেই এ দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব। কিন্তু রাজনীতির নামে কিছু কিছু ব্যক্তির অপ রাজনীতির কারনে রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে। ইসমাইল : বর্তমান সরকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ এমন দাবি বিরোধী দলের। আপনার মন্তব্য... কবরী : অতীতের সরকারগুলো থেকে বর্তমান সরকারের আমলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি হয়েছে। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে।

যারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে দাবি করছেন তাদের শাসনামল দেশবাসী দেখেছে এবং বর্তমান সরকারের শাসনামলও জনগন দেখছে। বিচারের ভার জনগনের। জোট সরকারের শাসনামলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তাঁর জনসভায় গ্রেনেড হামলা করে দলের নেতা-কর্মীদের হত্যা, সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়াকে হত্যাসহ বহু আলোচিত হত্যাকান্ড ঘটেছে এই দেশে। জোট সরকারের শাসনামলে আইনের শাসন বলতে কি ছিলো তার বিচরের ভার জনগনের। ইসমাইল : সংক্ষিপ্ত এ সাক্ষাৎকার প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ।

কবরী : আপনাকেও ধন্যবাদ। ইসমাইল মাহমুদ মৌলভীবাজার থেকে ০১৭১৫১৭১৯৫০ ০১১৯৬১২৮৫১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।