আমাদের কথা খুঁজে নিন

   

প্রাচীন দুটি কবিতার কিছু লাইন


সই কেবা শুনাইল শ্যাম নাম। কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল প্রাণ। । না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাইবো তারে...( চন্ডীদাশ) রূপ লাগি আঁখি ঝুরে গুনে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। (জ্ঞান দাস) আমাদের প্রাচীন কবিরা হৃদয়ের মাধুরি মিশিয়ে কবিতা রচনা করে গেছেন ।

না পড়লে বুঝা যায়না কিরহস্য লুকিয়ে আছে তাদেরর রূপ বর্ণনায়। কিন্তু পাত্র কাল ভেদ পরিবর্তনে আজ আর সেই অনূভূতিটুকু নেই আমাদের । আমরা নগর সভ্যতার বেড়াজালে আটকে গেছি । মন প্রাণ ছটফট করে । কখন আমরা মুক্তির সীমানায় খুঁজে বেড়াব আমদের নিজস্ব স্বাধীনতাকে ।

মনের মুক্তির জন্য দেখুন তো কারো কথা মনে করতে পারেন কিনা?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।