আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সংশ্লিষ্টরা এইবার আশরাফুলরে মাফ করে দেন

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

অনেক হয়েছে। এবার বেচারা আশরাফুলরে মাফ করে দেন। আশরাফুলের উপর অনেক চাপ তৈরী হয়েছে। তাকে সময় দেওয়া প্রয়োজন মেন্টালী এবং শারীরিক ভাবে ফিট হয়ে আসার জন্য।

ম্যাচের পর ম্যাচ খারাপ খেলতে খেলতে আশরাফুলের উপর যে অনন্ত চাপ সৃষ্টি হয়েছে তা থেকে পরিত্রাণের জন্য দল থেকে বাদ বা অবসর দেওয়া ছাড়া কোন উপায়ই নেই। সামনে বিশ্বকাপ। এখনই সময় বিশ্বকাপের জন্য প্রতিটি খেলোয়ারকে পরিচর্যা করা। টি-টুয়েন্টির চাপে এখন আর ওয়ানডে ম্যাচে ২৩০-২৫০ রান যথেষ্ট নয়। আর যেহেতু বিশ্বকাপ উপমহাদেশে যেহেতু রানের ফোয়াড়া ফুটবে বলেই ধারণা করছি।

সেখানে রাকিবুলের ব্যাটিংটাও মোটেও আধুনিক ওয়ানডের উপযোগীনা। আজকের নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা চিন্তা করে দেখুন। ব্যাটিং সহায়ক পিচে টসে জিতে নিউজিল্যান্ড ব্যাটিং নিলো যা খুবই স্বাভাবিক। নিউজিল্যান্ডের 336/9। জ্যাকব ওরাম যদি ব্যাটে আগুনের ফুলকি না ছড়াতো তাহলে এই রান হতোনা।

হয়তো ২৮০-২৯০ ঘরে থাকতো। সুতরাং বোলিং খারাপ হয়েছে এই ব্যাটিং পিচে মোটেও সেকথা বলা যাবেনা। বাংলাদেশের ব্যাটিংটাও শুরু হয়েছিলো মারাত্নকভাবে। বরং বলা যায় নিউজিল্যান্ডের শুরুর চেয়ে অনেক ভালো শুরু করেছিলো বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ডের ১ রানে ১ উইকেট, ১৯ রানে ২ উইকেট সেখানে বাংলাদেশের প্রথম উইকেট পরেছিলো ৭১ রানে।

স্টাইক রেট বিবেচনায়ও বাংলাদেশের ওপেনিং জুটি বেশ ভালো অবস্থায়ই ছিলো। তামিমের স্টাইক রেট ৮৯.৮৫। আরেক ওপেনার ইমরোল কায়েসের স্টাইক রেট ১১৩.৭৯। প্রথম উইকেটের পতনের পর আশরাফুল ব্যাটিং এ নামে। ওয়ানডে ওয়ানডাউন পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ।

সেখানে আশরাফুলের ধুঁকতে ধুঁকতে হঠাৎ করে আউট হয়ে যাওয়ায় এই ম্যাচে নিউজিল্যান্ডের জন্য প্রথম টার্ণিং পয়েন্ট। রাকিবুলতো বরাবরই তার অজ্ঞতা সম্পর্কে জানান দেই। বেচারা আসলে এখনো টেস্ট ম্যাচ এবং ওয়ানডে ম্যাচের প্রার্থক্য বুঝে উঠতে পারেনি। আশরাফুল যদি ৪০ এর ঘরেও আউট হতো তাহলেও পরের ব্যাটসম্যানরা আরেকটু চাপ মুক্ত হয়ে খেলতে পারতো। সেক্ষেত্রে হয়তো গোহারা না হেরে কিছুটা সম্মানজনক ভাবে হারতে পারতো।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সংশ্লিষ্টদের কাছে অনুরোধ এইবার আশরাফুলরে মাফ করেন। তাকে কিছুদিন খেলার বাইরে রেখে চাপমুক্ত করে ফিরে আসতে সহয়তা করুন। কারন এখন আর সেই দিন নেই যে ৪৯ ম্যাচে হঠাৎ করে ভালো খেলে বাংলাদেশকে আনন্দে ভাসিয়ে দিবে। ক্রিকেটের স্বার্থেই এখন বাংলাদেশকে নিয়মিত ভালো খেলতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.